ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পুলিশী নিরাপত্তা প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৩৮, ২ ফেব্রুয়ারি ২০১৭

লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পুলিশী নিরাপত্তা প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১ ফেব্রুয়ারি ॥ বন্দর উপজেলার কল্যান্দি এলাকার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পুলিশী নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকাল থেকে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেয়া হয়। শ্যামল কান্তি ভক্ত জানান, তিনি খানপুর এলাকায় সপরিবারে বসবাস করেন। লাঞ্ছিত হওয়ার পর থেকে প্রায় ৬ মাস ধরে সার্বক্ষণিক পুলিশ প্রহরা থাকত। পুলিশ সদস্যরা তাকে পাহারা দিয়ে স্কুলে আনা নেয়া করতেন। বুধবার সকালে তাকে না জানিয়েই তার বাসা থেকে পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেয়া হয়। হবিগঞ্জে ডাকাতের সঙ্গে সংঘর্ষে ৮ পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ॥ বুধবার হবিগঞ্জের মাধবপুরের শিববিজয়নগর গ্রামে দুর্ধর্ষ ডাকাতচক্রের বিরুদ্ধে অভিযান চলাকালে ডাকাতদের হামলা ও পুলিশের গুলিবর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর পদকপ্রাপ্ত এসআই মুমিনুল ইসলামসহ ৮ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। অন্যান্য আহতরা হলো এএসআই মাহবুব, এএসআই রায়হান, এএসআই নাজমুল, এএসআই সুখলাল, কনস্টেবল নৃপেশ চন্দ্র ও কনস্টেবল জামাল উদ্দিন। তন্মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পুলিশের গুলিতে গুরুতর আহত রশিদ নামে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, বর্তমানে পুলিশ প্রহরায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সঙ্কর শাবক বাঘ ও সিংহের সঙ্কর জাতের মাধ্যমে রাশিয়ার রোস্তাভ অঞ্চলের এক চিড়িয়াখানায় এই শাবকের জন্ম হয়। এটির বয়স এখন আড়াই মাস। সম্প্রতি ওই চিড়িয়াখানার প্রধান এরিক আইরাপিতান শাবকটি কোলে নিয়ে আদর করেন। -এএফপি খাবারের জন্য অপেক্ষা ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে কয়েকদিনের সহিংসতায় অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার অরবিল শহরের ৪০ কিলোমিটার দূরে আল খাজের শরণার্থী ক্যাম্পে খাবারের জন্য অপেক্ষারত এক শিশু। -এএফপি
×