ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রামীণফোনের ৯০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৫:২৯, ২ ফেব্রুয়ারি ২০১৭

গ্রামীণফোনের ৯০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ৯০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে কোম্পানিটি ৮৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ হিসাবে কোম্পানিটির মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়াল ১৭৫ শতাংশ। আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১৬ টাকা ৬৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৪ টাকা ৫৯ পয়সা। আর এনএভি ছিল ২২ টাকা ৬৮ পয়সা। উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২২ ফেব্রুয়ারি। -অর্থনৈতিক রিপোর্টার এমারেল্ড ওয়েলের ইপিএস ৭ পয়সা পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির সর্বশেষ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২০১৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫২ পয়সা। মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৭৩ পয়সা। যা আগের বছর একইসময় ছিল ১৭ টাকা ২৩ পয়সা। শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৯ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×