ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

নতুন বছরে রূপালী কন্যা মিম

প্রকাশিত: ০৫:২০, ২ ফেব্রুয়ারি ২০১৭

নতুন বছরে রূপালী কন্যা মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত একজন সফল মডেল, লেখিকা ও জনপ্রিয় অভিনেত্রী। চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপন- বিনোদন জগতের এ তিন ভুবনেই তার সমান পদচারণা। প্রতিটি ক্ষেত্রেই সমান জনপ্রিয়। আমার প্রাণের প্রিয়া, ব্ল্যাক, সুইটহার্ট ছবির মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধতা ছড়িয়েছেন এ গ্লামার গার্ল। ২০০৭ সালে হঠাৎ করেই লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মিম। প্রতিযোগিতা চলাকালে তাকে নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সব প্রতিকূলতাকে তিনি বিজয়িনীর মতো অবমুক্ত করে জয় করে নিয়েছেন সেরা সুন্দরীর মুকুটখানি। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন এবং একই বছরে হুমায়ূন আহমেদ পরিচালিত’ ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি এ লাক্সকন্যাকে। অভিনয় গুণ ও রূপের জাদুতে তিনি অগণিত দর্শকের মন জয় করে নিয়েছেন। মিডিয়ায় আগমনের গল্প জানতে চাইলে পরিবারের অনুপ্রেরণার কথা উল্লেখ করেন তিনি। আমার মা আমার কাছে এক অন্য রকম পৃথিবী। পৃথিবীর শ্রেষ্ঠ মায়েদের একজন আমার মা। অনেক কষ্ট করে আমার মা আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। আমার মায়ের অনেক ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। সে না পারার কারণে তার ইচ্ছেটা আমাকে দিয়ে পূরণ করিয়াছে। বাবারও কষ্ট ছিল। কিন্তু মা আমার প্রতিটি চলার পদক্ষেপে সঙ্গে সঙ্গে ছিলেন। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় এসেছিলেন মা-বাবার অনুপ্রেরণায়। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মিম সবার নজরে আসেন। এরপর লম্বা বিরতি নিয়ে মিম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে। এটিতে তার বিপরীতে অভিনয় করেন কিং খাঁন খ্যাত অভিনেতা শাকিব খাঁন। এর সঙ্গে সঙ্গে মিম ছোট পর্দায় বেশকিছু নাটকেও নিয়মিত অভিনয় করেছেন । পরে মিমের পরবর্তী ছবি ‘জোনাকির আলো মুক্তি পায়।’ ছবিটি ব্যবসায়িক সফলতার মুখ না দেখলেও তার গ্ল্যামার প্রশংসিত হয়। এরপর মুক্তি পায় আরিফিন শুভর বিপরীতে তার পরবর্তী ছবি ‘তারকাঁটা’ ছবিটি দিয়ে বিদ্যা সিনহা মিম আবার লাইমলাইটে আসেন। তারপরে মিমের বহুল প্রতীক্ষিত ছবি ‘পদ্ম পাতার জল’ মুক্তি পায়। ছবিটি কম সংখ্যক হলে মুক্তি পেলেও ভাল ব্যবসা করেছে। মিম এ ছবিতে অনবদ্য অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ এর অন্যতম দাবিদার। তাছাড়া মিম যৌথ প্রযোজনার ছবি ব্ল্যাক-এ অভিনয় করেছেন। ছবিটি ভারতে ও বাংলাদেশে প্রায় ২০০টি হলে মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। বর্তমানে দেশের শীর্ষ অভিনেত্রীর মধ্যে মিম একজন। লেখিকা হিসাবে আত্মপ্রকাশ করেন অমর একুশে গ্রন্থমেলায় মিমের প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ প্রকাশিত হওয়া বইয়ের মাধ্যমে। তার পরের বছর অর্থাৎ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা। উপন্যাসটি সম্পর্কে মিম বলেন, একটি মেয়ের গল্প নিয়ে আমার উপন্যাস। মেয়েটির জীবনের কয়েকটি অধ্যায়, টানাপড়েন আর সংগ্রামের কথা রয়েছে তাতে। দুটি বই-ই প্রকাশ করে শব্দশিল্প প্রকাশনী। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ বুঝে শুনে পা ফেলছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরই মধ্যে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জোনাকীর আলো’ ছবিটি তার ক্যারিয়ারে নতুন আলো বয়ে এনেছে। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ইমন। দেখতে দেখতে এরই মধ্যে ক্যারিয়ারের নয় বছর পার করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে মিডিয়ায় এই লাক্স তারকার অভিষেক ঘটে। গত বছরের শেষ দিকে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘আমি তোমার হতে চাই’। অনন্য মামুন পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। এ ছবির পরই নতুন বছরের প্রথম ছবি মুক্তি পেয়েছে মিমের। আর এ ছবি দিয়েই প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধলেন ছোট পর্দার ইরফান সাজ্জাদের সঙ্গে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ ছবির নাম ‘ভালোবাসা এমনই হয়’। ছবির পুরো কাজ হয়েছে লন্ডনে। ছবি প্রসঙ্গে মিম জানান, ‘ছবির জন্য আমাকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছিল। চুলের স্টাইলেও পরিবর্তন এনেছিলাম।’ আপনার ইরফান সাজ্জাদের সঙ্গে ক্যামিস্ট্রি কেমন ছিল? এমন প্রশ্ন ছুড়ে দিলে উত্তরে তিনি বলেন, ‘আসলে আমি আর ইরফান সাজ্জাদ এই প্রথম জুটি বাঁধলাম বড় পর্দায়। দু’জনই ক্যামেরার সামনে নতুন। এ ক্ষেত্রে ছবিতে আমাদের কেমিস্ট্রি নিয়ে অনেকেই দ্বিধায় থাকলেও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে দারুণভাবে ফুটিয়ে তুলেছি। ইরফান সাজ্জাদের সঙ্গে ক্যামিস্ট্রিতে দর্শক নতুন কিছু খুঁজে পাবে বলে আমি আশাবাদী।’ ছবিটিতে অভিনয়ের পাশাপাশি একটি আইটেম গানেও পারফর্ম করেছেন মিম। এ প্রসঙ্গে জানতে চাইলে মিম বলেন, ‘চুমুকে চুমুকে করো পান’ শিরোনামের একটি আইটেম গান এ ছবিতে ব্যবহৃত হয়েছে। আমি এই গানে পারফর্ম করেছি। গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জাহিদ আকবরের লেখা, হাবিবের সুর ও সঙ্গীতে এতে কণ্ঠ দিয়েছেন কনা। কোরিওগ্রাফারও দেশের বাইরের ছিল। গানটি প্রকাশের পর ইউটিউবে ভিউ হয়েছে প্রায় দেড় লাখ। অভিনয়ের পাশাপাশি এ গানের সময় তানিয়া আপু বেশ সহযোগিতা করেছেন। মুঠোফোনে আলাপকালে মিম আরও বলেন, গত বছরের শেষেও ছিল আমার অভিনীত ছবি। আবার এ বছরের শুরুর মাসেও আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। তাই এটা ভেবে খুব ভাল লাগছে। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। মিম বর্তমান সময়টা টিভিতে নয়, চলচ্চিত্রের কাজ নিয়েই বেশি ভাবছেন। ‘জোনাকীর আলো’ ছবিটি তার ক্যারিয়ারে নতুন আলো বয়ে এনেছে। এ ছবির জন্য এরই মধ্যে অর্জন করেছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিছুদিন আগে সৈকত নাসিরের ‘পাষাণ’ ছবির কাজ শেষ করেছেন মিম। মাঝে এ ছবির টানা শুটিং করেছেন। মিম বলেন, ‘এ ছবিতে দর্শক আমাকে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে দেখবেন। ছবিটিতে প্রথমবার সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। সেখানে কখনও বোকা, কখনও বা কমেডি হিসেবে আমাকে দর্শক দেখতে পাবেন। এক কথায় একটা চরিত্রের মধ্যে বিভিন্ন রূপ রয়েছে। এ ছবিতে আমার বিপরীতে কাজ করেছেন কলকাতার অভিনেতা ওম। এখন ছবির ডাবিং ও গানের কাজ বাকি রয়েছে। ফেব্রুয়ারিতে দেশের বাইরে এ ছবির গানের শুটিং শুরু“হবে।’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ।
×