ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:১১, ২ ফেব্রুয়ারি ২০১৭

যশোরে রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে মুক্তিযুদ্ধকালীন সময়ের রকেটলঞ্চার, হ্যান্ডগ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকা থেকে মাটি খোঁড়ার সময় এই অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে ১টি রকেট লঞ্চার, ১টি হ্যান্ড গ্রেনেড, ২৭৯ রাউন্ড গুলি রয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, বুধবার সকালে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকার শামসু খাঁ তার জমিতে বাড়ি নির্মাণের জন্য ভিত কাটাচ্ছিলেন। এই ভিত কাটার সময় সেখান থেকে অস্ত্র-গুলি বের হয়ে আসে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি রকেট লঞ্চার, ১টি হ্যান্ড গ্রেনেড, ২৭৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ওসি ইলিয়াস হোসেন আরও জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি অনেক পুরানো ও নিষ্ক্রিয়। তাই ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের। এগুলোর এখন আর কোন কার্যকারিতা নেই। এই অস্ত্র-গুলি এখন বিধি-মোতাবেক সংশ্লিষ্ট সরকারী দফতরে জমা দেয়া হবে।
×