ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ ॥ চার পুলিশ আহত

প্রকাশিত: ০৫:১১, ২ ফেব্রুয়ারি ২০১৭

খুলনায় হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ ॥ চার পুলিশ আহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জনসহ একাধিক হত্যা মামলার এক আসামি গুলিবিদ্ধ হয়েছে। তার নাম রাসেল ওরফে পঙ্গু রাসেল। মঙ্গলবার গভীর রাতে মহানগরীর টুটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পুলিশ রাসেলকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে এই ঘটনা ঘটে। এ সময়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে চার পুলিশ সদস্য আহন হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, খুলনা সদর থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান, উপ-পরিদর্শক অজিত কুমার দাস, সহকারী উপ-পরিদর্শক পুলক কুমার কু-ু ও সহকারী উপ-পরিদর্শক অঞ্জয় কুমার হালদার। এরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত রাসেল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে । পুলিশ জানান, কলেজ শিক্ষক চিত্তরঞ্জন হত্যা মামলার আসামি রাসেলকে মঙ্গলবার রাতে নগরীর রায়পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে। তার দেয়া তথ্য মতে, পুলিশ রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধার অভিযানে টুটপাড়া গেলে রাসেলের সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। দুই পক্ষের গোলাগুলির সময় রাসেলের পায়ে গুলি লাগে।
×