ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ৫ আসামির যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে ৫ আসামির যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে রায়পুর উপজেলার কাঁচামাল ব্যবসায়ী আবদুল মান্নান হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। এ সময় দ-প্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দেয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম দণ-প্রাপ্ত আসামিদের বিরুদ্ধে এ রায় দেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হচ্ছেন, রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মোঃ আজিজের ছেলে মোঃ আলাউদ্দিন, ফয়সাল, রিয়াজ, নুর আলম, আবদুল আজিজ। এদের মধ্যে আলাউদ্দিন ও নুর আলম পলাতক রয়েছেন। আদালত সূত্র জানায়, ২০১২সালের ১১ ডিসেম্বর জমি নিয়ে বিরোধের জের ধরে রায়পুরের চরপাতা গ্রামের আবদুল মান্নানকে পিটিয়ে হত্যা করা হয়।
×