ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ে স্কুলছাত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদ-

প্রকাশিত: ০৫:০৬, ২ ফেব্রুয়ারি ২০১৭

চাঁপাইয়ে স্কুলছাত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদ-

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সদর উপজেলার মহিপুরে গত ২৭ মে এক স্কুলছাত্রী কনিকা রানী ঘোষ (১৪)কে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে মৃত্যুদ-ের রায় প্রদান করেছে আদালত। এছাড়া আদালত অপর তিন স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে তিন বছরের কারাদ-, ১০ বছরের কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ- এবং ১০ বছরের কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদ- প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ শিশু আদালতের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে বুধবার এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত ব্যক্তি হচ্ছে, সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক (২৮)। জানা যায়, ২০১৬ সালের ২৭ মে ধাইনগর গ্রামের লক্ষণ ঘোষের মেয়ে কনিকা রানীসহ চার ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় আব্দুল মালেক তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কনিকা রানী ঘোষকে মৃত ঘোষণা করেন।
×