ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে ১৯ মাস এক্স-ওে মেশিন বিকল

প্রকাশিত: ০৪:৫৭, ২ ফেব্রুয়ারি ২০১৭

কিশোরীগঞ্জে ১৯ মাস এক্স-ওে মেশিন বিকল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি উনিশ মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এ কারণে হাসপাতালের বাইরে অবস্থিত প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করাতে হচ্ছে রোগীদের। আর এতে একদিকে যেমন তারা ভোগান্তির শিকার হচ্ছে অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের মার্চ মাসে কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্টারলিংক কোম্পানির এক্স-রে মেশিনটি সরবরাহ করে স্বাস্থ্য বিভাগ। কিন্তু অপারেটর না থাকায় এক্স-রে মেশিনটি প্রায় ৫ মাস বন্ধ রাখা হয়। এরপর অপারেটর নিয়োগ দেয়া হলে সেটি ওই বছরের আগস্ট মাসে চালু করা হয়। চালুর দুই মাস পর ত্রুটি দেখা দিলে তা মেরামত করা হয়। ২০১৫ সালের জুন মাসে এটি দ্বিতীয়বারের মতো বিকল হয়।
×