ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্টামফোর্ডেও সচেতনতামূলক প্রচার

প্রকাশিত: ০৪:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৭

স্টামফোর্ডেও সচেতনতামূলক প্রচার

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমাজ উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগ সপ্তাহব্যাপী সামাজিক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালায়। প্রথম দিনে রাজধানীর ধানম-ি লেকে রবীন্দ্র সরোবরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। দি¦তীয় দিনে ধানম-ি এলাকায় পাবলিক প্লেসে ধূমপানকে নিরুৎসাহিত করা এবং ধূমপায়ীদের মাঝে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। তৃতীয় দিনে সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। চতুর্থ দিনে মানিকগঞ্জের বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় পরির্দশন এবং এ সময় বিদ্যালয়ের অষ্টম থেকে দশম পর্যন্ত ছাত্রছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পঞ্চম দিনে আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। গত ২৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। -বিজ্ঞপ্তি
×