ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গলাচিপা পৌরসভা উপনির্বাচনের তফসিল ঘোষণা ॥ ৬ মার্চ ভোট

প্রকাশিত: ০৪:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১৭

গলাচিপা পৌরসভা উপনির্বাচনের তফসিল ঘোষণা ॥ ৬ মার্চ ভোট

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা পৌরসভার মেয়র পদের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৬ মার্চ সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তফসিল অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, পরেরদিন ৯ ফেব্রুয়ারি বাছাই, ১৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, সর্বশেষ পৌর নির্বাচনের ভোটার তালিকায় ১৪ হাজার ৩৬১ ভোটার রয়েছেন। এবার নতুন ভোটারের সংখ্যা কিছু বেড়েছে। তবে তালিকা না আসায় এ মুহূর্তে ভোটারের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। সর্বশেষ গত বছরের ৭ আগাস্ট গলাচিপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আবদুল ওহাব খলিফা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের মাত্র তিনমাসের মাথায় গত বছরের ৮ নবেম্বর ওহাব খলিফা মারা যান। তার মৃত্যুতে মেয়র পদটি শূন্য হওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে, তফসিল ঘোষণা হতেই মেয়র পদে দলীয় মনোনয়নের আশায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়ে গেছে। বিশেষ করে সরকারী দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা সবচেয়ে বেশি। ভোটারদের মাঝেও নির্বাচনী আমেজ দেখা দিয়েছে। সর্বত্র চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা রকমের আলোচনা। শেষ পর্যন্ত কে পাচ্ছেন দলীয় মনোনয়ন, সেদিকেই এখন সবার দৃষ্টি।
×