ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টয়োটাকে টপকে শীর্ষ গাড়ি নির্মাতা ভক্সওয়াগন

প্রকাশিত: ০৪:০৭, ২ ফেব্রুয়ারি ২০১৭

টয়োটাকে টপকে শীর্ষ গাড়ি নির্মাতা ভক্সওয়াগন

জাপানী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটাকে হারিয়ে এবার সেরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের খেতাব পেয়েছে ভক্সওয়াগন। জার্মানির প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এই স্থানে পৌঁছলেও টয়োটা এর আগের ৪ বছর শীর্ষস্থানটি দখল করে রেখেছিল বলে জানিয়েছে বিবিসি। এ জন্য ভক্সওয়াগনকে সারাবিশ্বে প্রায় ১ কোটি ৩১ লাখ গাড়ি বিক্রি করতে হয়েছে। সে প্রেক্ষাপট থেকে ১ কোটি ১ লাখ ৭৫ হাজার গাড়ি বিক্রি করেছে টয়োটা। ভক্সওয়াগনের এক মুখপাত্র জানান, ২০১৬ সালটা এই প্রতিষ্ঠানের জন্য বেশ প্রতিকূল ছিল। প্রতিষ্ঠানের বিপক্ষে নির্গমন প্রক্রিয়ার প্রতারণার কেলেঙ্কারিটি সারাবিশ্বে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে দিয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার আজ আসছেন অশোক লেল্যান্ড সিইও আজ বৃহস্পতিবার নিজস্ব বিমানে বাংলাদেশে আসছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ভিনোদ কে দাসারি। সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। এরপর তিনি সফর সঙ্গীদের নিয়ে হেলিকপ্টারযোগে ধামরাইতে যাবেন অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত ইফাদ অটোস লিমিটেডের গাড়ি সংযোজন কারখানা উদ্বোধন করতে। এ সময় থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও ইফাদ অটোস লিমিটেডের চেয়্যারম্যান ইফতেখার আহমেদ টিপু। -অর্থনৈতিক রিপোর্টার
×