ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্লেজ গাড়ির প্রতিযোগিতা!

প্রকাশিত: ০৪:০৪, ২ ফেব্রুয়ারি ২০১৭

স্লেজ গাড়ির প্রতিযোগিতা!

ফ্রান্সে আল্পস পর্বতমালার চূড়ায় বসেছিল অভিনব এক আসর। বরফে সেøজ গাড়ি টানা প্রতিযোগিতা। তবে আল্পসের বরফে ঢাকা পাহাড় চূড়ায়, সেøজ গাড়ির ড্রাইভার ও কুকুরদের নিয়ে দ্য গ্রেট ওডিসি। ১১ দিনের ট্রেকিংয়ে যেতে হয়েছে ৬৭০ কিলোমিটার পথ। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মিটার উচ্চতায় এই স্পেশাল রেসের আয়োজন করা হয়। রেসে অংশ নেয় পাঁচ শ’টি কুকুর। -জি নিউজ স্ত্রীকে ভালবাসা জানানোর দিন... জাপানে প্রতিবছর জানুয়ারির শেষে পালিত হয় বিলাভড ওয়াইফ ডে। অর্থাৎ স্ত্রীকে ভালবাসা জানানোর দিন। এ উপলক্ষে এক পার্কে হাজির হয়েছিলেন বহু যুবক। খোলা গলায় স্ত্রীকে ভালবাসা জানালেন তারা। স্টেজে উঠে সকলের সামনে স্ত্রীকে ভালবাসা জানাতে হয়। শুরুটা হয়েছিল এক ফুলের দোকান থেকে। পরে ছড়িয়ে পড়ে পুরো টোকিওতে। -জি নিউজ
×