ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের শূন্য পদে নিল গরসাচকে বেছে নিলেন ট্রাম্প

প্রকাশিত: ০৪:০২, ২ ফেব্রুয়ারি ২০১৭

সুপ্রীমকোর্টের শূন্য পদে নিল গরসাচকে বেছে নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রীমকোর্টের বিচারক পদে কলোরাডো অঙ্গরাজ্যের ফেডারেল আপীল আদালতের বিচারক নিল গরসাচকে মনোনয়ন দিয়েছেন। তার এ মনোনয়ন এখন সিনেটে পাস করিয়ে নিতে হবে। সিনেটে অনুমোদন পেলে ৪৯ বছর বয়সী গরসাচ সুপ্রীমকোর্টের একটি শূন্য পদে নিয়োগ পাবেন। বিচারক এ্যান্টোনিন স্কালিয়ার মৃত্যুর ফলে এ পদ শূন্য হয়। খবর এএফপি’র। তবে উচ্চকক্ষের এক ডেমোক্রেটিক নেতা জানান, মনোনয়ন পাওয়া বিচারককে নিয়ে তার গুরুতর সন্দেহ আছে। গর্ভপাত থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের মতো যুক্তরাষ্ট্রের খুবই স্পর্শকাতর বিষয়গুলোর অধিকাংশের ব্যাপারেই সুপ্রীমকোর্টের কথাই শেষ কথা। তাই সুপ্রীমকোর্টের শূন্য পদে ট্রাম্পের এই মনোনয়ন খুব গুরুত্ব বহন করে। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প এ মনোনয়নের কথা ঘোষণা করেন। ট্রাম্প বলেন, ‘বিচারক গরসাচ চমৎকার বুদ্ধিদীপ্তসম্পন্ন একজন মানুষ। আইন সম্পর্কে তার অনেক পড়াশোনা আছে এবং সংবিধানের টেক্সট অনুযায়ী ব্যাখ্যা দেয়ার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিম তীরে আরও তিন হাজার বাড়ি বানাবে ইসরাইল পশ্চিম তীরে অধিকৃত আরও তিন হাজার নতুন বাড়ি বানানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইসরাইল। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক এলাকার চাহিদা মেটাতেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরবর্তী ১১ দিনে এ নিয়ে ফিলিস্তিনের অধিকৃত এলাকায় নতুন বসতি নির্মাণের তৃতীয় ঘোষণা দিল ইসরাইল। ইসরাইলের এ ধরনের প্রকল্পের বিষয়ে পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে আরও বেশি নমনীয় থাকবেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। এর আগে পশ্চিম তীরের আমোনা চৌকি এলাকার ৩৩০ জন বসতি স্থাপনকারীকে ৮ ফেব্রুয়ারির মধ্যে উচ্ছেদের নির্দেশ দেয় ইসরাইলী সুপ্রীম কোর্ট। এসব বসতি স্থাপনকারী ব্যক্তিগত মালিকানাধীন ফিলিস্তিনীদের ভূমিতে অবৈধভাবে বসতি নির্মাণ করেছে বলে রুল জারি করে আদালত। ওই বসতি স্থাপনকারীদের উচ্ছেদের প্রস্তুতি নেয়ার সময় মঙ্গলবার প্রায় মধ্যরাতে নতুন বসতি নির্মাণের ঘোষণাটি আসে। -বিবিসি
×