ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাখালপাড়া রেলওয়ে বস্তিতে আগুন

প্রকাশিত: ০৮:৩৯, ১ ফেব্রুয়ারি ২০১৭

নাখালপাড়া রেলওয়ে বস্তিতে আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নাখালপাড়ার বনফুল মোড়ের রেলওয়ে বস্তিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টা ৩ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির ২০টি ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। নাখালপাড়ার স্থানীয় বাসিন্দা কাওসার হোসেন বলেন, রাত পৌনে ১১টার দিকে হঠাৎ আগুন দেখতে পাই। টিনশেডের ঘরগুলোর ওপরে আগুন দেখে এর বাসিন্দারা বের হয়ে আসতে থাকেন। তিনি জানান, প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। এখানে অনেকগুলো টিনের ঘর। এর পাশেই ৬৬ নম্বর একটি বহুতল ভবন রয়েছে। ওই ভবন থেকে বাসিন্দারা আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস একসঙ্গে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় বস্তির অনেক বাসিন্দাকে আহাজারি করতে দেখা যায়।
×