ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসক ও নার্সদের প্রথম কাজ হবে মানুষকে সেবা দেয়া ॥ নাসিম

প্রকাশিত: ০৮:১৩, ১ ফেব্রুয়ারি ২০১৭

চিকিৎসক ও নার্সদের প্রথম কাজ হবে মানুষকে সেবা দেয়া ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সেবার চেয়ে বড় কিছু নেই। চিকিৎসক ও নার্সদের প্রথম কাজ হচ্ছে মানুষকে সেবা দেয়া। মন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় খুলনা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফল প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি জঙ্গী দমনে সফলতা অর্জন করেছেন। দক্ষিণাঞ্চলকে উন্নয়নের ধারায় ফিরিয়ে এনেছেন। সর্বত্র উন্নয়নের ছোঁয়া পরিলক্ষিত হচ্ছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। নার্সদের ২য় শ্রেণীর মর্যাদা দিয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকার। সরকারী প্রচেষ্টায় দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। খুলনা শিশু হাসপাতলকে সরকারী করার দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুলনায় একটি সরকারী শিশু হাসপাতাল করা হবে। পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে তা করা হবে। পরে মন্ত্রী আওয়ামী লীগের কর্মী সমাবেশে যোগদান এবং খুলনা আদ-দ্বীন হাসপাতালে মডেল ফার্মেসির উদ্বোধন করেন। সফরসূচী অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার সকালে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আইসিইউ এবং বার্ন ইউনিট উদ্বোধন করবেন।
×