ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফাস্ট ফুডের ওপর ফ্যাট ট্যাক্স আরোপে রাজি মুহি

প্রকাশিত: ০৮:০৫, ১ ফেব্রুয়ারি ২০১৭

ফাস্ট ফুডের ওপর ফ্যাট ট্যাক্স আরোপে রাজি মুহি

সংসদ রিপোর্টার ॥ দেশের মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামী বাজেটে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের ওপর ফ্যাট ট্যাক্স আরোপের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জুলাই থেকে জুন আর্থিক বছরের সময়সূচী পরিবর্তনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়ে তিনি বলেন, বাংলাদেশে বাজেট বাস্তবায়নে ‘জুলাই টু জুন’ উপযুক্ত সময়। এ কারণে আর্থিক বছরের এ সময় বহাল থাকবে। আমরা জুলাই থেকে জুন আর্থিক বছর অব্যাহত রাখব। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদে ৭১ বিধিতে ‘আগামী বাজেটে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের ওপর উচ্চহারে ফ্যাট ট্যাক্স নির্ধারণে’ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরজাহান বেগমের আনীত নোটিসের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের ওপর উচ্চহারে ট্যাক্স নির্ধারণের দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি বেশ স্পর্শকাতর। জাঙ্ক ফুড বেশ সস্তা দামে পাওয়া যায়। সে কারণে জাঙ্ক ফুড অনেক বেশি চলে। এটাও ঠিক যে, স্বাস্থ্যের দিক থেকে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড উপাদেয় নয়। ট্যাক্স প্রসঙ্গে তিনি বলেন, সে চিন্তাভাবনা আগে করিনি, এ নোটিস পাওয়ার পর মনে হচ্ছে হয়ত এটির ওপর আমরা কোন ব্যবস্থা নিতে পারি। তিনি বলেন, বাজেটের বিষয়ে আলোচনা আগামী মাসের শেষদিকে শুরু করার ইচ্ছা আছে। তাই কাজের মতো কাজ হবে যদি জাঙ্ক ফুডের বিভিন্ন তালিকা ও বিবরণ পাওয়া যায়। কারণ জাঙ্ক ফুড বিভিন্ন রকমের রয়েছে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের জাঙ্ক ফুড রয়েছে। প্রস্তাবটি উত্তম দাবি করে তিনি আরও বলেন, আগামী বাজেট প্রণয়নের সময় সেদিকে (জাঙ্ক ফুড) অবশ্যই নজর দেব। তার আগে জাঙ্ক ফুডকে বিশেষভাবে সংজ্ঞায়িত করা এবং শনাক্ত করা হবে। আর্থিক বছর জুলাই থেকে জুন সময়সূচী পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়ে অর্থমন্ত্রী বলেন, আর্থিক বছর জুলাই-জুনে বহাল রাখার ব্যাপারে সরকার এখন পর্যন্ত এমন সিদ্ধান্তে অটল আছে। এ কারণে আমরা জুলাই থেকে জুন আর্থিক বছর অব্যাহত রাখব।
×