ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরণার্থী নিয়ে বিপাকে জার্মানি

প্রকাশিত: ০৬:৪৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

শরণার্থী নিয়ে বিপাকে জার্মানি

দিন যত যাচ্ছে ততই যেন বিশ্বব্যাপী শরণার্থী সঙ্কট তীব্র হচ্ছে। কোন দেশ শরণার্থীদের প্রবেশ করতে দিয়ে বিপাকে পড়ছে কেউ বা শরণার্থীদের তাদের দেশ ঢুকতে না দিয়ে জটিল অবস্থার সৃষ্টি করছে। এ যেন এক শাখের করাতের মতো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজ দেশের অবৈধ অভিবাসী বের করে দেয়া এবং সীমান্তবর্তী এলাকায় শরণার্থীদের ঢুকতে না দেয়ার সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করছে জাতিসংঘ। অচিরেই তাদের প্রবেশ করতে দেয়ার অনুরোধ জানিয়েছে। এখন দেখার বিষয় কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। আবার অন্যদিকে জার্মানি তাদের দেশে শরণার্থীদের নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। কি করবে এ শরণার্থীদের নিয়ে এ ব্যাপারে যেন কোন কূল কিনারা পাচ্ছে না। দেশটির অর্থমন্ত্রী ওলফগ্যাং শোয়েবলে তো সেদিন বলেই বসলেন শরণার্থীদের অবাধে প্রবেশ করতে দেয়ার নীতি ভুল ছিল এবং জার্মানি এ ভুল থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করছে। স্থানীয় একটি পত্রিকাকে তিনি বলেন, ২০১৫ সাল থেকে যা কিছু আমাদের হাতের বাইরে চলে গেছে আমরা সেগুলো মেরামতের চেষ্টা করছি। আমরা রাজনীতিবিদরাও মানুষ, আমরাও ভুল করি। কিন্তু কেউ না কেউ অন্তত ভুল থেকে শিক্ষা নিতে পারে।’ শোয়েবলে জার্মানির চ্যান্সেলর এ্যাঙ্গেলা মারকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এর সদস্য। গত প্রায় দুই বছরে জার্মানিতে ১০ লাখের বেশি শরণার্থী প্রবেশ করেছে। তারপর থেকে দেশেটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে যেগুলোর পেছনের শরণার্থীরা জড়িত ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প শরণার্থীদের নিয়ে যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন ওলফগ্যাং তার সমালোচনা করেছেন এবং এতে ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। ওদিকে, শরণার্থী নিয়ে ট্রাম্পের কৌশল সম্পর্কে শোয়েবলে বলেন, ‘আমেরিকায় ট্রাম্প কী করেন আমরা এখন তা দেখতে পাব, যদিও তিনি সবকিছু খুব দ্রুত করছেন। যার ফল খুব ভাল হবে বলে আমার মনে হয় না।’ শরণার্থী সঙ্কট নিয়ে মারকেলের জোট সরকার অ্যান্টি-ইমিগ্রান্ট অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) এর সমর্থন হারিয়েছে। তারপরও মার্কেল এ নীতিকে পুরোপুরি ভুল বলে স্বীকার করেননি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে শরণার্থীদের জন্য জার্মানির খোলা দ্বার নীতিকে ‘সর্বনাশা ভুল’ বলে মন্তব্য করার পরও এর কড়া জবাব দিয়েছিলেন মর্কেল। তবে শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নেও বিভেদ আছে। জার্মান অর্থমন্ত্রী শোয়েবলে বলেন, ‘সামাজিক সুবিধা বিবেচনা করলে ইউরোপের বেশিরভাগ দেশের তুলনায় আমাদের মান অনেক ভাল। যে কারণে অনেক বেশি শরণার্থী জার্মানিতে আসতে চায়।’ চলমান ডেস্ক সূত্র : বিবিসি
×