ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ালটন জাতীয় থ্রোবল প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

ওয়ালটন জাতীয় থ্রোবল প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন জাতীয় থ্রোবল প্রতিযোগিতা’র দ্বিতীয় আসর। পল্টন মাঠে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পুরুষ বিভাগে ১০ ও মহিলা বিভাগে ৭ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। পুরুষ বিভাগের দলগুলো হলো : বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, গাজীপুর জেলা, সাউথ পয়েন্ট স্কুল এ্যান্ড কলেজ, সাতক্ষীরা জেলা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মহিলা বিভাগের দলগুলো হলো : বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাতক্ষীরা জেলা, জেবি স্পোর্টিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ জেলা। প্রথম পর্যায়ে লীগ পদ্ধতিতে ও পরবর্তীতে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। ২৫ পয়েন্টে খেলা হবে। সাতজনের দল। বেস্ট থ্রি পদ্ধতিতে যে দল দুই সেট জিতবে তারাই বিজয়ী হবে। ওয়ালটন এই আসরের উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করবে। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দলকে মেডেল ও ক্রেস্ট দেয়া হবে। এই আসরের বাজেট দুই লাখ টাকা। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠিত প্রথম আসরে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছিল যথাক্রমে বাংলাদেশ পুলিশ ও খুলনা জেলা। মহিলা বিভাগে মাগুরা থ্রোবল এ্যাসোসিয়েশন এবং খুলনা জেলা দল। ২০১৬ সালে স্পন্সরের অভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এবং বাংলাদেশ থ্রোবল এ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), থ্রোবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল-মামুন, ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ প্রমুখ। জাপান থেকে ফিরল কৃষ্ণা রানীরা স্পোর্টস রিপোর্টার ॥ জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় জাপানের ওসাকায় অনুষ্ঠিত হয় ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভ্যাল অনুর্ধ-১৫’ ফুটবল ফেস্টিভ্যাল। এই টুর্নামেন্টে খেলে বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা জাতীয় ফুটবল দল সোমবার রাতে দেশে ফেরে। এই ফুটবল ফেস্টিভ্যালে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচসহ মোট সাতটি ম্যাচ খেলে। তারমধ্যে জয় চারটিতে। ড্র একটিতে এবং হার দুটিতে। মূলপর্বে বাংলাদেশ জয় পায় ৩টিতে, ড্র করে একটি এবং হার মানে দুটিতে। সামগ্রিকভাবে এই ফেস্টিভ্যালে অংশ নিয়ে বাংলাদেশ দল আশাতীত নৈপুণ্য প্রদর্শন করে। এই ফেস্টিভ্যালে জাপানের ১৮টি দলের সঙ্গে অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড অনুর্ধ-১৬ দল। প্রতিটি ম্যাচ হয় ৪০ মিনিট করে (২০+২০)। মাঝে ৫ মিনিটের বিরতি। বাংলাদেশ দলের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাপানে কেমন অভিজ্ঞতা অর্জন করেছে, তা উপস্থাপন করবে আজ বুধবার বিকেল ৪টায় বাফুফে ভবনের কনফারেন্স রুমে।
×