ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দল

প্রকাশিত: ০৬:০৬, ১ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দল

স্পোর্টস রিপোর্টার ॥ এ মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট খেলবে স্বাগতিক ভারতের বিরুদ্ধে। ম্যাচটি হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের জন্য সফরকারী বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিরাট কোহলির নেতৃত্বে দলটিতে ফিরেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তার ইনজুরির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাওয়া পার্থিব প্যাটেলকে জায়গা ছেড়ে দিতে হয়েছে। ঘোষিত ১৬ জনের দলে ৫ বছর পর জায়গা করে নিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান অভিনব মুকুন্দ। তিনি একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারতীয় ‘এ’ দলকেও নেতৃত্ব দেবেন। বাঁহাতি ওপেনার মুকুন্দ জাতীয় দলের আশেপাশে ঘোরাফেরা করছিলেন দীর্ঘদিন ধরেই। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ওপেনাররা তেমন সুবিধা করতে পারেননি। এ কারণে ডাক পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের ভারতীয় দলেও। চোট কাটিয়ে অনুমিতভাবেই ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান। তিনটি টেস্ট খেলেছিলেন পার্থিব প্যাটেল। পারফর্মও করেছিলেন দারুণ। কিন্তু কিপিং গ্লাভস হাতে সামর্থ্যে এগিয়ে থাকায় ঋদ্ধিমানের ওপরই ভরসা রাখছেন নির্বাচকরা। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পা-িয়া ও ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। তার ইনজুরিতে দলে ঠাঁই করে নিয়েছিলেন করুন নায়ার। সুযোগটা কাজে লাগিয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। এবার একাদশে জায়গা পাওয়ার জন্য রাহানেকে লড়তে হবে করুনের সঙ্গে। তবে বাদ পড়েছেন মনিশ পা-ে। পায়ের চোটের কারণে বাইরে থাকা পেসার মোহাম্মদ শামিকে বাদ দিলে বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির স্কোয়াডই পাচ্ছে ভারত। স্কোয়াডে স্পিনার চারজন। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তো আছেনই। তিন স্পিনার খেলালে একাদশে জায়গা নিয়ে লড়াই হবে জয়ন্ত যাদব ও অমিত মিশ্রর। মুরালি বিজয় ও লোকেশ রাহুলের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে স্কোয়াডে এসেছেন মুকুন্দ। তামিলনাড়ুর এই ব্যাটসম্যান খেলেছেন ৫ টেস্ট, সবকটিই ২০১১ সালে। করতে পেরেছিলেন মাত্র একটি অর্ধশতক। কিন্তু ঘরোয়া আসরে নিয়মিত ভাল করার সুবাদে আবার ফিরলেন দলে। ভারত দল ॥ বিরাট কোহলি, মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ ও হার্দিক পাণ্ডিয়া।
×