ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চীনের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান মরিনহোর

প্রকাশিত: ০৬:০৫, ১ ফেব্রুয়ারি ২০১৭

চীনের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান মরিনহোর

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের ট্রান্সফার বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনেছে চীন। এবার দেশটির বিভিন্ন ক্লাব বিশাল অঙ্কের অর্থ নিয়ে ছুটোছুটি করেছে বিশ্বের সেরা খেলোয়াড়দের পেছনে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে ভেড়াতেও পেরেছে। তবে অনেকে আবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। শুধু ভাল খেলোয়াড় নেয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তারা, ব্যবস্থাপনার উন্নতির জন্য ভালমানের কোচদের দ্বারেও হানা দিয়েছে। কয়েকজনকে পেয়েও গেছে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকা বিখ্যাত পর্তুগীজ কোচ জোশে মরিনহো পেয়েছিল লোভনীয় প্রস্তাব। কিন্তু মরিনহো দাবি করেছেন সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। ৫৪ বছর বয়সী মরিনহো গত কয়েক বছর ধরেই তেমন সুবিধাজনক অবস্থায় নেই। স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর চেলসির দায়িত্ব নিয়েছিলেন। সেখানেও একই ভাগ্যবরণ করেন তিনি। বর্তমানে ম্যানইউ’র হয়ে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছেন মরিনহো। কিন্তু দলকে সেরা অবস্থানে নিতে পারেননি। তবে চাইনিজ ক্লাব থেকে গত সপ্তাহে দারুণ এক প্রস্তাব পেয়েছিলেন এ পর্তুগীজ কোচ। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি তিনি। অনেকে যাচ্ছে চীনে। এটা নিয়ে সমালোচনাও করতে চান না তিনি। এমনটাই দাবি করেছেন মরিনহো, ‘আমি ইতোমধ্যেই চীনে যাওয়ার ব্যাপারে বড় একটা প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। কিন্তু আমি অবশ্যই যারা চীনে যাওয়ার ক্ষেত্রে কারও সমালোচনা করব না। এটা তাদের পছন্দ, তাদের জীবন। তারা অবশ্যই সেটা করবে যা নিজের ভবিষ্যতের জন্য প্রয়োজন। প্রিমিয়ার লীগে অন্যান্য কোচরা খুবই সমালোচক, কিন্তু আমি সেটা নই।’ তবে কোন ক্লাব তাকে প্রস্তাব করেছিল সেটা জানাতে রাজি হননি মরিনহো।
×