ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী শেষ টি২০ আজ

প্রকাশিত: ০৬:০৪, ১ ফেব্রুয়ারি ২০১৭

ভারত-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী শেষ টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি২০ আজ। কানপুরের প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয়ে সফরকারী ইংলিশরা এগিয়ে যায়। তবে নাগপুরে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় টি২০তে ৫ রানের নাটকীয় জয়ে সমতা ফেরায় বিরাট কোহলির দল। শেষ ওভারের ম্যাজিক্যাল বোলিংয়ে ‘নায়ক’ বনে যান জাসপ্রিত বুমরাহ। যা দেশটিতে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ১-১এ চলমান সিরিজে আজকের শেষ ম্যাচটা তাই ‘অঘোষিত’ ফাইনাল। দু’দলই এই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া। অতিথি হার্ডহিটার ব্যাটসম্যান জস বাটলার বলেছেন, জয়ের সামর্থ্য তাদের ভালমতোই রয়েছে। আর ভারত সেনাপতি কোহলি টিম-স্পিরিটে খুশি হলেও বোলিং নিয়ে কিছুটা চিন্তায় স্বাগতিক ম্যানেজমেন্ট। আত্মবিশ্বাসী আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে ৪-০তে উড়িয়ে দেয় ভারত। টানা প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করলেও শেষটিতে হেরে বসে কোহলির দল। প্রথম টি২০তেও ইংলিশদের পাওয়ার ব্যাটিংয়ের কাছে খাবি খায় তারা। ৭ উইকেটে ১৪৭ রানের স্কোর গড়ে ভারত। ২৯ রান করে আউট হন তিন ভার্সনে অধিনায়ক হিসেবে শুরু করা সুপার কোহলি। সর্বোচ্চ অপরাজিত ৩৬ মহেন্দ্র সিং ধোনির। ৩৪ সুরেশ রায়না, ১২ যুবরাজ সিং। এছাড়া কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ২১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্পিনার মঈন আলি। জবাবে ৪৩ রানে ২ উইকেট হারালেও জো রুট (৪৬ বলে ৪৬) ও ইয়ন মরগানের (৩৮ বলে ৫১) দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। তবে ১৪৪ রানের পুঁজি নিয়েও দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ৫ রানের জয়ে সমতায় ফেরে ভারত। ৬ উইকেট হাতে নিয়েও বুমরাহর শেষ ওভার থেকে ৮ রান তুলতে পারেনি মরগানের দল। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানর ম্যাচে ভারতের বোলিং ও ফিল্ডিং ছিল দেখার মতো। স্পিরিটে অধিনায়ক কোহলির খুশি হওয়ার এটাই কারণ। ৪৭ বলে ৭১ রান করে ম্যাচসেরা হন ওপেনার লোকেশ রাহুল। তিনি বলেন, ‘সিরিজে পিছিয়ে পড়েও আমরা দারুণভাবে সমতা এনেছি। এখন আমাদের সামনে সিরিজ জয়ের সুযোগ। তবে এটা ঠিক আরও ভাল ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে সবাই একসঙ্গে জ্বলে উঠতে পারছি না। আমাদের বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে। আগের দুই ম্যাচেই আমরা প্রত্যাশিত বড় রান পাইনি। স্কোর ১৫০ও হয়নি। বোলাররা ভাল করেছে। তবে ব্যাঙ্গালুরুতে সিরিজ নির্ধারণী ম্যাচে আমাদের ব্যাটিং-বোলিং সব বিভাগেই ভাল করতে হবে। আমরা তৈরি। সিরিজ জয়ের জন্য সবাই সেরাটা দিতে মুখিয়ে আছে।’ এই ম্যাচটা বাদ দিলে তিন ওয়ানডে ও প্রথম টি২০ মিলিয়ে ভারতের বোলিং প্রত্যাশিত নয়। ওয়ানডের সব কটিতে সবগুলো ইনিংসে তিন শ’র ওপরে রান উঠেছে। মরগান-জেসন রয়রা ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন। সিরিজে দলের সেরা দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা বিশ্রামে। তবে দ্বিতীয় টি২০তে আশীষ নেহরা ও জাসপ্রিত বুমরাহদের ঘুরে দাঁড়ান স্বাগতিকদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন অভিজ্ঞ নেহরা। ৩৭ বছর বয়সী বাঁহাতি পেসার বয়সকে স্রেফ একটি সংখ্যা বলে উল্লেখ করেছেন। দলকে সিরিজ জেতাতে আজকের অঘোষিত ফাইনালেও জ্বলে উঠতে চান তিনি। ২৫ রান দিয়ে ১ উইকেট নেয়া লেগস্পিনার অমিত মিশ্রও খারাপ করেননি। তবে ৩৩ রান দিয়ে যুভেন্দ্র চাহাল কোন উইকেট পাননি। তার পরিবর্তে অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে। অন্যদিকে ওয়ানডে-টি২০তে নিজেদের পারফর্মেন্সে উজ্জীবিত ইংলিশরা। হার্ডহিটার ব্যাটসম্যান জস বাটলার বলেন, ‘দ্বিতীয় ম্যাচেই আমরা সিরিজ নিশ্চিত করতে পারতাম। কিন্তু নিজেদের ও আম্পায়ারের ভুল সিদ্ধান্তে সেটি হয়নি। তবে এসব খেলারই অংশ। ওয়ানডে সিরিজ থেকে আমরা আমাদের খেলার উন্নতিতে সন্তুষ্ট। শেষ টি২০ জিতে সিরিজ নিয়ে দেশে ফিরতে চাই। প্রতিপক্ষ শক্তিশালী। আমাদের তাই সেরাটা দিতে হবে।’
×