ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেটে ব্যাটিং করলেন মুশফিক, ইমরুল, মুমিনুল

প্রকাশিত: ০৬:০৩, ১ ফেব্রুয়ারি ২০১৭

নেটে ব্যাটিং করলেন মুশফিক, ইমরুল, মুমিনুল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেট ভক্তদের জন্য সুখবরই বটে। মুশফিকুর রহীম, ইমরুল কায়েস ও মুমিনুল হক, তিনজনই মঙ্গলবার নেটে ব্যাটিং করেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে তিন আলাদা নেটে তিনজন ব্যাটিং করেছেন। তাতে বোঝাও যাচ্ছে, তিনজনই সেরে ওঠার পথেই আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে যে ইনজুরিতে পড়েছিলেন তিনজন, তা থেকে মুক্ত হয়ে উঠছেন। ভারতের বিপক্ষে ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টটিতে খেলার জন্য প্রস্তুতও হয়ে উঠছেন। মঙ্গলবার বাংলাদেশ দলের দুইদিনের প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবারই ভারতে উড়াল দেবেন ক্রিকেটাররা। তার আগে এ দুইদিনের অনুশীলন চলবে। এ অনুশীলনেই মুশফিক, ইমরুল ও মুমিনুলের সর্বশেষ অবস্থা জানা হয়ে যাবে। মুশফিক ও মুমিনুলের খুব বেশি সমস্যা এখন নেই। তবে ইমরুলকে নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর ইঙ্গিত আশাব্যঞ্জক ছিল না। এখন নেটে ব্যাটিং করলেন ইমরুল। তাতে হয়ত আশা জাগতেও পারে। ডানহাতের বুড়ো আঙ্গুলে চোট পাওয়া মুশফিক, মাংশপেশীতে চোট পাওয়া ইমরুল ও পাঁজরে চোট পাওয়া মুমিনুলের অবস্থা আগেই জানিয়েছিলেন দেবাশীষ। মুশফিককে নিয়ে বলেছিলেন, ‘আমরা খুব একটা (মুশফিককে নিয়ে) চিন্তিত না। ওর উন্নতি খুবই সন্তোষজনক। অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ৩১ তারিখের পর ওর খেলায় ফিরতে কোন সমস্যা হওয়ার কথা না।’ ইমরুলকে নিয়ে জানিয়েছিলেন, ‘ইমরুল কায়েসের রিপোর্টে গ্রেড ওয়ান চিড় ধরা পড়ে। ওর উন্নতির অগ্রগতি খুবই সন্তোষজনক। এভাবে যদি উন্নতি করতে থাকে তাহলে আমরা আশা করছি ১ ফেব্রুয়ারি থেকে ওকে খেলায় ফিরিয়ে আনতে পারব। কিন্তু এটা মনে রাখতে হবে, ওর চোট যেহেতু মাংসপেশীতে, এই চোট ফিরে আসতে পারে। পুরোপুরি সুস্থ না হয়ে ফিরলে, ওর আবার চোট পাওয়ার শঙ্কা থাকবে। এটা আমাদের সতর্কতার সাথে দেখতে হবে। পুনর্বাসন এভাবে চলতে থাকলে আশা করছি, সে সপ্তাহ খানেকের মধ্যে ফিরে আসবে।’ মুমিনুলের ব্যাপারে দেবাশীষ বলেছিলেন, ‘মুমিনুলের পাঁজরে বড় আঘাত লেগেছিল। এই ধরনের ব্যথা কমতে সময় নেয়। ওরও ব্যথা প্রতিদিন একটু একটু করে কমছে। আমরা মুমিনুলের ব্যাপারে আশাবাদী যে, শীঘ্রই ও মাঠে ফিরে যেতে পারবে।’ মুশফিক, মুমিনুলকে নিয়ে কোন শঙ্কা নেই। ইমরুলকে নিয়ে যে শঙ্কা আছে, তাও দ্রুতই শেষ হয়ে যাবে। নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। এখনও ভারতের বিপক্ষে টেস্ট শুরু হতে ৮দিন বাকি। এই সময়ের আগেই মুশফিক, মুমিনুলের সঙ্গে ইমরুলকেও মিলে যেতে পারে। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচটি ঐতিহাসিক ম্যাচ। ২০০০ সালে টেস্ট অঙ্গনে পা রাখার পর ভারতের মাটিতে কখনই টেস্ট ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। কারণ বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। এবার সুযোগটি মিলেছে। এ সুযোগটি যে কোন ক্রিকেটারই কাজে লাগাতে চাইবেন। মুশফিক, মুমিনুলতো খেলতে পারবেন। একটু সমস্যা থাকলেও ইমরুল হয়ত খেলে ফেলতে পারেন। ইতিহাসের সঙ্গী হতে পারেন। ইমরুল সেই ইঙ্গিত নিজেই দিয়েছিলেন। বলেছিলেন, ‘ব্যথা নাই। আমার মনে হয়, খেলা শুরুর আগে ফিট হয়ে যাব। প্রতিটি খেলোয়াড় এমন সিরিজ খেলতে মুখিয়ে থাকে। কারণ এমন জায়গায় আমরা খুব বেশি খেলতে পারি না। আমাদের এমন সিরিজ খেলার সুযোগ আসে না। এমন একটা গোল্ডেন চান্স সবাই পেতে চাই। আমি এবং আমরা সবাই এ রকম একটা সিরিজ নিয়ে রোমাঞ্চিত। অনুশীলন করলে আরও ভাল কিছু হবে। আমি ফিট হয়ে উঠতে থাকব।’ এখন দেখা যাক ইমরুলের আশা পূরণ হয় কিনা।
×