ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বর্ণের খনি হীরা মনি

প্রকাশিত: ০৬:০৩, ১ ফেব্রুয়ারি ২০১৭

স্বর্ণের খনি হীরা মনি

স্পোর্টস রিপোর্টার ॥ তীর-ধনুকের খেলা আরচারি। ইংরেজী ‘আরচরি’ শব্দের আভিধানিক অর্থ ধনুর্বিদ্যা বা তীরন্দাজের সৈন্যদল। আদিম যুগের মানুষেরা মাংসাশী প্রাণী শিকার করে ক্ষুধা নিবারণ ও হিংস্র প্রাণীর কবল থেকে আত্মরক্ষার জন্য উদ্ভাবন করেছিল তীর-ধনুকের মতো অস্ত্রের। পরবর্তীতে অবশ্য এ অস্ত্রটি শিকার ও নিজেকে বাঁচানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয় মানুষ হত্যার প্রধান হাতিয়ারে। আধুনিক যুগে গুলি, বন্দুক, বোমা আবিষ্কার হওয়াতে তীর-ধনুকের গুরুত্ব আর নেই। না, আছে। সেটা খেলাধুলাতে। বিশ্বব্যাপী জনপ্রিয় খেলাগুলোর মধ্যে আরচারি হচ্ছে অন্যতম। ভুটানে তো এটি জাতীয় খেলা হিসেবেই স্বীকৃত। ক্রীড়াবিশ্বে অনেক পুরনো ও জনপ্রিয় ইভেন্ট হলেও খেলা হিসেবে আরচারি বাংলাদেশে মোটামুটি নতুনই। ২০০০ সালে চিন্তা-ভাবনা শুরু। বাস্তবে রূপ দিতে দ্রুত পদক্ষেপ নেয়া হয় ২০০১ সালে। ২০০২ সালেই মাঠে গড়ায় খেলাটি। সময়ের পরিক্রমায় বাংলাদেশের অগণিত ক্রীড়ামোদীকে আনন্দের বন্যায় ভাসিয়েছেন ধনুর্বিদ্যার একাধিক প্রতিভাবান যোদ্ধা। সর্বশেষ এমনই এক যোদ্ধার নাম হীরা মনি। সোমবার ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘আইএসএসএফ ইন্টারন্যাশনাল আরচারি চ্যাম্পিয়নশিপ’ শেষ দিনে স্বাগতিক বাংলাদেশ স্বর্ণ জেতে ৬টি (এছাড়াও তারা আরও জেতে ১ রৌপ্য এবং ২ তাম্রপদক)। ১৪ জাতির এই আরচারি আসরে সবমিলিয়ে পদক তালিকায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশের ৬ স্বর্ণপদকের ৫টি দলগত, ১টি একক। একমাত্র একক স্বর্ণপদকটি যার, তিনি হীরা মনি। তিনি মেয়েদের রিকার্ড ডিভিশনের ফাইনালে আজারবাইজানের রামোজামোভাকে ৬-৪ সেট পয়েন্টে হারান। আন্তর্জাতিক পর্যায়ে এটাই হীরা মনির প্রথম স্বর্ণজয়। স্বর্ণপদক জেতার পর হীরার প্রতিক্রিয়া, ‘এর আগে রূপা জেতা ছিল আমার সর্বোচ্চ প্রাপ্তি। এসএ গেমসেও খেলেছি। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কোন সাফল্য ছিল না। এই সাফল্যে দারুণ লাগছে।’ বিদেশের মাটিতেও লাল-সবুজের পতাকা ওড়াতে চান তিনি, ‘বিদেশের মাটিতে দেশের জন্য কিছু করতে পারি, সেটাই এখন আমার লক্ষ্য। এই সাফল্য পরবর্তী টুর্নামেন্টের জন্য আমার আত্মবিশ্বাস অবশ্যই বাড়াবে।’ এর আগে আরচারিতে হীরার সেরা সাফল্য ছিল ২০১২ সালে জাতীয় আরচারিতে রৌপ্যজয়। তার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল চীনা তাইপেতে ১৮তম এশিয়ান গেমস। এরপর ব্যাংককে ১৯তম এশিয়ান আরচারিতে খেলেছিলেন। গত বছর ভারতে অনুষ্ঠিত এস এ গেমসে খেলেছিলেন, কিন্তু কোন সাফল্য পাননি। ওই বছর ব্যাংককে আন্তর্জাতিক আরেকটি টুর্নামেন্ট খেলেছিলেন। সর্বশেষ ওয়ার্ল্ড আরচারি স্টেজ ওয়ানে খেলার অভিজ্ঞতাই কাজে লেগেছে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া হীরার।
×