ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরীক্ষা ভীতি কাটাতে...

প্রকাশিত: ০৬:০১, ১ ফেব্রুয়ারি ২০১৭

পরীক্ষা ভীতি কাটাতে...

পরীক্ষার সময় এলে পরীক্ষার চাপে শিক্ষার্থীদের যে নাভিশ্বাস উঠে যায়, একথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার হয়তো ভারতের শিক্ষার্থীরা স্বস্তি পেতে চলেছে। পরীক্ষার চাপ থেকে কেমন করে মনকে মুক্ত রেখে মানসিক শান্তি পেতে হয় সেই বিষয়ে ক্ষুদে শিক্ষার্থীদের ই-বুক নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৯ জানুয়ারি ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই ই-বুকের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা ও তার পরিবারের উচিত পরীক্ষার দিনগুলোকে উৎসবের দিন হিসেবে পালন করা। পরীক্ষাকে ভয় না পেয়ে মুখে হাসি রেখে নম্বর পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। সারাবছর ধরে শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করে তার সুফল হিসেবেই পরীক্ষাকে দেখেছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের উদাহরণ দিয়েছেন মোদি। তিনি জানিয়েছেন, বায়ুসেনার পরীক্ষায় অসফল হয়েছিলেন সাবেক এই রাষ্ট্রপতি। কিন্তু তারপরও পরাজয় মেনে নেননি এপিজে আব্দুল কালাম। তার মতো একজন মহান বিজ্ঞানীকে পেয়েছে ভারত। সূত্র: জিনিউজ
×