ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা আজ

প্রকাশিত: ০৬:০১, ১ ফেব্রুয়ারি ২০১৭

বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা আজ

বিশেষ প্রতিনিধি ॥ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। অগণিত ভক্ত আজকের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলী নিবেদন করবেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন তারা। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। পঞ্চমীর দিন আজ বুধবার প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজাম-পে দেবী সরস্বতীর পূজা হবে। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে আজ শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণ করা হবে। এদিন ছোটরা হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করবে। পূজান্তে পুষ্পাঞ্জলী দেবেন সবাই। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ^রী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজাম-পে সরস্বতী পূজার আয়োজন করেছে। এখানে সকাল ৬টায় প্রতিমা স্থাপন, ৮টায় পূজা, সাড়ে ৯টায় পুষ্পাঞ্জলী প্রদান শেষে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতীর আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। জগন্নাথ হল ছাড়াও বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হলসহ বিভিন্ন হলে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে সাড়ম্বরে। জগন্নাথ হলে কেন্দ্রীয় পূজাম-প ছাড়াও এবার ৬২টি বিভাগ পূজাম-প স্থাপন করেছে। এছাড়া বরাবরের মতো এবারও জগন্নাথ হল পুকুরে চারুকলা বিভাগের মনোজ্ঞ ভাসমান পূজাম-পে প্রতিমা স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের উদ্যোগে সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ’র রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পূজা আয়োজিত হবে। এখানে সকালে পূজা ছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এ পূজাম-প পরিদর্শনে আসতে পারেন বলে আয়োজকদের কাছ থেকে জানা গেছে। এছাড়া রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালি মন্দির ও মা আনন্দময়ী আশ্রম, ঢাকা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়, ইসকন মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির, ব্যাংকার্স পূজা পরিষদ, রামসীতা মন্দির, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, মিরপুর সরকারী বাংলা কলেজসহ বিভিন্ন সংগঠন ও রাজধানীর বিভিন্ন স্কুল- কলেজে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
×