ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একুশে গ্রন্থমেলায় শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত প্রবন্ধ’

প্রকাশিত: ০৬:০০, ১ ফেব্রুয়ারি ২০১৭

একুশে গ্রন্থমেলায় শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত প্রবন্ধ’

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার থেকে শুরু হচ্ছে ভাষাশহীদদের স্মৃতিতে নিবেদিত অমর একুশে গ্রন্থমেলা। আর মাসব্যাপী এ মেলার প্রথম দিনেই প্রকাশিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত প্রবন্ধ’। আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাওয়া এ বইয়ে শেখ হাসিনার বিভিন্ন সময়ে লেখা ও প্রকাশনা থেকে ১৩টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। বইটির ভূমিকা লিখেছেন ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম। প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক। মূল্য সাড়ে ৩০০ টাকা। বইটি প্রসঙ্গে আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি বলেন, শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ’ গ্রন্থটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের চিন্তা-চেতনা, মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। যে কারণে গ্রন্থটির গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মমভাবে সপরিবারে নিহত হবার পর থেকে রাষ্ট্রক্ষমতায় যে স্বৈরতন্ত্রের অভিষেক হয়েছিল তা চলমান ছিল দীর্ঘ সময়। শেখ হাসিনার আপোসহীন মনোভাব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর নিষ্ঠা, অবিচলতা, সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষা তাঁকে নিজ দেশে ও বিশ্বব্যাপী করে তুলেছে অনন্য নেত্রী। বিগত তিন দশকে বাংলাদেশের সমকালীন রাজনীতি নিয়ে তাঁর অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শত ব্যস্ততার মধ্যেও যে শেখ হাসিনার লেখনী কখনও থেমে থাকেনি তারই প্রমাণ ‘নির্বাচিত প্রবন্ধ’। এছাড়াও একই প্রকাশনী থেকে শেখ হাসিনা রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ ‘শেখ মুজিব আমার পিতা’র ৫ম মুদ্রণ প্রকাশিত হবে মেলার প্রথম দিন। এছাড়াও শেখ হাসিনা রচিত ‘ডেমোক্রেসি পোভার্টি এলিমিনেশন এ্যান্ড পিস’, ‘পিপল এ্যান্ড ডেমোক্রেসি’ ও ‘ডেমোক্রেসি ইন ডিস্ট্রেস ডিমান্ড হিউম্যানিটি’ শিরোনামের বইগুলোর পুনর্মুদ্রণ প্রকাশিত হবে গন্থমেলায়।
×