ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপির কাজই সব কিছুতে বিতর্ক সৃষ্টি করা ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৪৫, ১ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপির কাজই সব কিছুতে বিতর্ক সৃষ্টি করা ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ অভিযোগ করেছেন, বিএনপির কাজই হচ্ছে সব কিছুতেই বিতর্ক সৃষ্টি করা। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিতর্ক করার কিছুই নেই। আসলে বিএনপি মানেই হচ্ছে বিতর্ক সৃষ্টি, হরতাল, খুন, নাশকতা, দুর্নীতির স্বর্গরাজ্য ও অনাচারের উৎস ভূমি। মঙ্গলবার রাজধানীর আজিমপুর কনভেনশন সেন্টারে লালবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৯৪ সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরের দিন দুর্বৃত্তদের হাতে নিহত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩নং ওয়ার্ডের নেতাদের স্মরণে এসভার আয়োজন করা হয়। রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত আওয়ামী লীগ মেনে নেবে। রাষ্ট্রপতি যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, আমরা তা মেনে নেব। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে পল্লী বিদ্যুত শ্রমিক-কর্মচারী লীগের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খাবার পৌঁছাতে রোবট প্রত্যন্ত অঞ্চলের সেনা ছাউনিতে জিনিসপত্র পৌঁছে দিতে ব্যবহার করা হবে রোবট। এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। এক যুগান্তকারী পদক্ষেপ নেয়া হচ্ছে ভারতীয় সেনার জন্য। যেসব সেনা ছাউনিতে জিনিসপত্র পৌঁছতে অসুবিধা হয়, অথচ শত্রুপক্ষের হাত থেকে বাঁচতে একচুলও নড়তে পারে না সেনা, রোবটই সেখানে পৌঁছে দেবে নিত্যপ্রয়োজনীয় জিনিস। -জিনিউজ উদ্বেগ নিয়ে তদন্ত... ‘ভুয়া সংবাদের ক্রমবৃদ্ধিমান অবস্থা’ নিয়ে একটি সংসদীয় তদন্ত শুরু করতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়াবিষয়ক কমিটি জানায়, তারা প্রজ্ঞাপন আর অসত্য খবরে জনগণের প্রভাবিত হওয়ার বিষয়ে উদ্বেগ নিয়ে তদন্ত করবে। এই তদন্তে ভুয়া সংবাদের উৎস, এটি কীভাবে ছড়ায় আর গণতন্ত্রে এর প্রভাব নিয়ে পরীক্ষা করা হবে। -বিবিসি
×