ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতিবেদনের জের

ইকবাল সোবহানের বিরুদ্ধে এমপি এনামুলের মামলা

প্রকাশিত: ০৫:৪৫, ১ ফেব্রুয়ারি ২০১৭

ইকবাল সোবহানের বিরুদ্ধে এমপি এনামুলের মামলা

কোর্ট রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীসহ ২ জনের বিরুদ্ধে রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক দুইটি মানহানির মামলা করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকা সিএমএম আদালত এবং ঢাকা জেলা জজ আদালতে তিনি মামলা দায়ের করেন। দুই মামলায় পত্রিকাটির প্রতিবেদক মামুনুর রশিদকেও আসামি করা হয়েছে। দ-বিধির ৫০০ ধারায় মানহানির শাস্তির দাবিতে ঢাকা মহানগর হাকিম সরাফত জামান আনসারীর আদালতে দায়ের করা মামলাটির আগামী ২ ফেব্রুয়ারি আদেশ জন্য রাখা হয়েছে। অন্যদিকে এক শ‘ কোটি টাকা মানহানির ক্ষতিপূরণের দাবিতে ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ মনোয়ারা বেগমের আদালতে দায়ের করা মামলাটির গ্রহণযোগ্যতার ওপর আগামী ৭ ফেব্রুয়ারি শুনানি হবে। মামলায় বলা হয়, গত ২৩ জানুয়ারি দ্য ডেইলি অবজারভার পত্রিকায় প্রথম পাতায় ‘আওয়ামী লীগ এমপি কক্সবাজারের আবদুর রহমান বদি, নারায়ণগঞ্জের শামীম ওসমান, ফেনীর নিজাম উদ্দিন হাজারী, রাজশাহীর এনামুল হক এবং সম্রাট দেশের ড্রাগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে’ মর্মে সংবাদ প্রকাশিত হয়, যা মানহানিকর।
×