ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হলেন মুকুল বোস

প্রকাশিত: ০৫:৪৪, ১ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হলেন মুকুল বোস

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হলেন দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস। মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ২০তম জাতীয় কাউন্সিলে দেয়া ক্ষমতাবলে মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, মুকুল বোস দলের ১৭তম জাতীয় সম্মেলনে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। কিন্তু সংস্কারপন্থী ইস্যুতে পরবর্তী কাউন্সিলে মুকুল বোসসহ অভিযোগ থাকা বেশ কয়েক কেন্দ্রীয় নেতা বাদ পড়েন। দীর্ঘদিন পরে হলেও মুকুল বোসকে দলের উপদেষ্টা পরিষদে ফিরিয়ে আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্টার্ন ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন ১২ মার্চ আগামী ১২ মার্চ রবিবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) ৫ম সমাবর্তন জাঁকজমকভাবে পালন করা হবে। ফল সেমিস্টার ২০১৪ থেকে সামার সেমিস্টার ২০১৬ সালের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে। এ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন উপলক্ষে দেয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে আশা ব্যক্ত করেছিলেন, দেশের মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি বর্তমানে সেই মানসম্মত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে যা ‘ভিশন-২০২১’ বাস্তবায়নে বিরাট ভূমিকা পালন করবে। এখান থেকে অর্জিত ডিগ্রী সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে (এম-ফিল, পিএইচডি ভর্তির ক্ষেত্রে) স্বীকৃত। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, নিউজিল্যান্ড, থাইল্যান্ড এবং ফিনল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, সমঝোতা চুক্তিও স্বাক্ষর করেছে। প্রকৃতপক্ষে অন্যান্য বেসরকারী বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে টিউশন ফি তুলনামূলক কম। -বিজ্ঞপ্তি
×