ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের কোন লোক সার্চ কমিটিতে নেই ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৪, ১ ফেব্রুয়ারি ২০১৭

আওয়ামী লীগের কোন লোক সার্চ কমিটিতে নেই ॥ সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সংলাপের রাস্তা আগেই বন্ধ করে দিয়েছে। তারপরও রাষ্ট্রপতি সকলের সঙ্গে সংলাপ করেছেন। সার্চ কমিটি হয়েছে, আওয়ামী লীগের কোন লোক সার্চ কমিটির মেম্বার হয়নি। তারপরও বিএনপি মানি না মানব না বলে যাচ্ছে। ওরা ২০১৪ সালের নির্বাচনের পরও মানি না মানব না বলেছিল। তারপর শুরু করল পেট্রোলবোমা। ঘুমিয়ে থাকা শিশুকেও তারা পেট্রোল বোমা মেরে হত্যা করেছে। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ, এখন শুধু আন্দোলনের ডেট (তারিখ) দেয়।’ মঙ্গলবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, সংরক্ষিত মহিলা এমপি হ্যাপী বড়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, কেন্দ্রীয় নেতা এ.কে.এম এনামুল হক শামীম, এস.এম কামাল হোসেন, এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগ নেতা শারমিন সুলতানা লিলি প্রমুখ। এই সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে দৃঢ় ঐক্য পরিলক্ষিত হয়। এখানে বিরোধের অবসান হওয়ায় নেতা-কর্মীরা উজ্জ¦ীবিত, চাঙ্গা হয়ে উঠেছেন। মন্ত্রী বলেন, কর্মীদের মূল্যায়ন না করলে আগামীতে দলের মনোনয়ন পাবেন না। পকেট কমিটি করে বসন্তের কোকিলদের দলে ঠাঁই দিলে সে যত বড় নেতাই হোন না কেন, তার দলে স্থান হবে না। তৃণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। এই নিবেদিত কর্মীরাই ওয়ান ইলেভেনের উত্তাল সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্ত করে এনেছিল। সে সময়ে কোন বসন্তের কোকিলদের রাজপথে দেখা যায়নি।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটির কাছে মঙ্গলবার সকালে পাঁচ জনের নাম পাঠিয়েছে। ঐ নাম থেকে কাউকে নির্বাচন কমিশনার নিয়োগ না করা হলেও আমরা এর প্রতিবাদ করব না। রাষ্ট্রপতি যাকে উপযুক্ত মনে করে নির্বাচনার কমিশনার নিয়োগ দেবেন, আওয়ামী লীগ তাকেই সাদরে গ্রহণ করবেন। নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে বিএনপিকে অহেতুক জল না ঘোলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। আপনারাও ঐ নির্বাচনে অংশ নেবেন। বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তারা এখন পথহারা পথিক। তারা রাজপথে আন্দোলনে ব্যর্থ। বিএনপির সঙ্গে এখন আর জনগণ নাই। তাই তারা আন্দোলন করতে সাহস পায় না। নানাভাবে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। কিন্তু কোন কিছুতেই দেশের অগ্রযাত্রায় বাধা দিতে পারছে না। তারা পদ্মা সেতুতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু জননেন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যথা সময়েই এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। যে বিশ্ব ব্যাংক এক সময় চুরির কলঙ্ক দিয়ে ছিল তারাই এখন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে। বিএনপিকে মরা গাঙ্গের সঙ্গে তুলনা করে বলেন, মরা গাঙ্গে আর জোয়ার আসে না। মন্ত্রী নেতা না হয়ে সকলকে কর্মী হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরে তিনি বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন।
×