ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় কবিতা উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৩, ১ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় কবিতা উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘কবিতা মানে না বর্বরতা’ সেøাগানে আজ বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণের হাকিম চত্বরে শুরু হচ্ছে দুদিনের জাতীয় কবিতা উৎসব। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ৩১তম উৎসবটি উৎসর্গ করা হয়েছে কবি সব্যসাচী সৈয়দ শামসুল হক, কবি রফিক আজাদ ও কবি শহীদ কাদরীর স্মৃতির প্রতি। আজ সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন কবি বেলাল চৌধুরী। এবারের উৎসবে সাত দেশের ১৪ জন কবি অংশ নেবেন। সার্বিক আয়োজনের বিষয়ে জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ জনকণ্ঠকে বলেন, এবারের উৎসবে ভারতের কবি আশিস সান্যাল, বীথি চট্ট্যোপাধ্যায়, রাতুল দেব বর্মন, কাজল চক্রবর্তী, দিলীপ দাস, অংশুমান কর, প্রাবন্ধিক চিন্ময় গুহ, সুইডেনের কবি ক্রিস্টিয়ার কার্লসন, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, জার্মানির ইওনা বুরঘার্ট ও টোবিয়াস বুরঘার্ট, পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ ও মারিয়া ডি লোস এ্যানজেলেস কামাকো রিভাস, রাশিয়ার ড. ভিক্টর আলেক্সান্ড্রোভিচ পোগাদাইভ অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এর বাইরেও আরও কবিরা আসবেন বলে কথা দিয়েছেন। এবারের উৎসবে জাতীয় কবিতা পরিষদ সম্মাননা দেয়া হবে কবি বেলাল চৌধুরীকে এবং জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পাচ্ছেন কবি সায্্যাদ কাদির। এবারের উৎসবে অংশ নেয়ার জন্য ইতোমধ্যেই ২০০ কবি নিবন্ধন করেছেন। ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকবে। আশা করা যাচ্ছে, নিবন্ধিত কবির সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। আজ সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসানের সমাধিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হবে উৎসব আনুষ্ঠানিকতা। ৩১তম আসরের সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করবেন কবি আসাদ চৌধুরী। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে বেলা সাড়ে ১১টায় শুরু হবে মুক্ত আলোচনা পর্ব। ‘বর্বরতার বিরুদ্ধে কবিতা’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন বিভিন্ন দেশ থেকে আসা কবি-লেখক-প্রতিনিধিরা। দুপুর দেড়টা থেকে শুরু হবে কবিতা পাঠ পর্ব। পাঁচ পর্বের এসব কবিতা পাঠের আসরে সভাপতিত্ব করবেন দিলারা হাফিজ, আনোয়ারা সৈয়দ হক, শিহাব সরকার, হাবীবুল্লাহ সিরাজী ও রামেন্দু মজুমদার।
×