ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের সঙ্গে ২৪ ব্যাংকের চুক্তি

প্রকাশিত: ০৫:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৭

সোনালী ব্যাংকের সঙ্গে ২৪ ব্যাংকের চুক্তি

২০১৭ সালের সরকারী ও বেসরকারী হজ যাত্রীদের প্রাক নিবন্ধন ও নিবন্ধন ফি আদায়ের লক্ষ্যে গতকাল সরকারী ও বেসরকারী ২৪টি ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের এক সমঝোতা স্মারক (গঙট) সম্পাদিত হয়। সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সরদার নূরুল আমিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস ও ২৪টি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবুল হাসান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত সমঝোতা স্মারকের আওতায় আদায়কৃত ফি লিডিং ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ের ঈবহঃৎধষ ঈড়ষষবপঃরড়হ অপপড়ঁহঃ এ জমা হবে। -বিজ্ঞপ্তি শাহ্জালাল ব্যাংকের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার উদ্যোগে শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহাদত বখ্ত শাহেদের সভাপতিতে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহফুজুর রহমান, আকমল হোসেন নিপু, নুরুল ইসলাম, হাসনাত কামাল, গোলাম মৌলা, তমাল ফেরদৌস দুলাল, মাহমুদ এইচ খান, শেখ হায়দার আলী প্রমুখ। -নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার মার্সেল ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত বুধবার গাজীপুরের চন্দ্রায় অনুষ্ঠিত দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০১৬’ এ এমন মন্তুব্য করেন আর.বি গ্রুপের উর্ধতন কর্মকর্তারা। লেট্স গো এ্যাহেড টুগেদার (চলো একসঙ্গে এগিয়ে যাই)’ সেøাগান নিয়ে মার্সেল কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী কনফারেন্সে সারাদেশের ১৯টি জোন থেকে প্রায় ৪০০ ডিস্ট্রিবিউটর অংশ নেন। বুধবার সকালে বিশাল কেক কেটে কনফারেন্সের উদ্বোধন করেন আর.বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম। কনফারেন্সে উপস্থিত ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, পরিচালক এসএম আশরাফুল আলম, তাহমিনা আফরোজ ও রাইসা সিগমা, নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার (বিপণন বিভাগ), এসএম জাহিদ হাসান (পলিসি, এইচআরএস এ্যান্ড এডমিন), মোঃ সিরাজুল ইসলাম (ফ্যাক্টরি পলিসি, এইচআরএম এ্যান্ড এডমিন) প্রমুখ। -অর্থনৈতিক রিপোর্টার
×