ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাণিজ্যমেলায় লক্ষ্যমাত্রার তুলনায় বিক্রি বেড়েছে

প্রকাশিত: ০৫:৩৫, ১ ফেব্রুয়ারি ২০১৭

বাণিজ্যমেলায় লক্ষ্যমাত্রার তুলনায় বিক্রি বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেখতে দেখতেই ফুরিয়ে এলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময়। আগামী ৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বাণিজ্যের সর্বোচ্চ এ আসর। শেষদিকে তাই ক্রেতার ভিড় সকল স্টল ও প্যাভিলিয়নে। এখন যারা আসছেন বেশিরভাগই ক্রেতা। এতদিন ঘুরে ফিরে দেখলেও এখন আর অপেক্ষার সময় নেই। বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। ওয়ালটন প্যাভিলিয়ন ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, বিক্রির ধূম পড়েছে। প্যাভিলিয়নে ক্রেতাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দেখার চেয়ে এখন কেনার লোকই বেশি। তিনি জানান, গত বছরের চেয়ে এবার তাদের বিক্রি বেড়েছে আশাতীত। গত বছরের মেলায় তারা ৭ কোটি ৮২ লাখ টাকার পণ্য বিক্রি করেছিলেন। তাদের প্রত্যাশা এবার ১০ কোটি ছাড়িয়ে যাবে। মেলার প্রথম ২৫ দিনে ইলেকট্রনিক্স জায়ান্ট বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটনের বিক্রি বেড়েছে গতবারের তুলনায় ৩২ শতাংশেরও বেশি। মেলা শেষে প্রবৃদ্ধি ৫০ শতাংশে উন্নীত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। এ বিষয়ে ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, মেলায় সব সময় কিছু চমক নিয়ে আসে ওয়ালটন। এবার তারা এনেছেন ডিজিটাল টাচ বোর্ড। গতানুগতিক ব্ল্যাক বোর্ডের ধারণা পাল্টে দিয়েছে এই বোর্ড। এছাড়া ৩২ ইঞ্চি স্ক্রিনের এ্যান্ড্রয়েড ট্যাব বিনোদন জগতের সব এ্যাডভেঞ্চারকে টেক্কা দিয়েছে। এসেছে ডিজিটাল ডিসপ্লে, জায়ান্ট স্ক্রিনের টিভি। এর বাইরে এবারের মেলায় নতুন এসেছে ২২ মডেলের ওয়ালটন ল্যাপটপ, মোবাইল ফোন, এ্যালিভেটর বা লিফ্ট, অসংখ্য মডেলের অত্যাধুনিক রেফ্রিজারেটর, এলইডি টিভি, এয়ারকন্ডিশনার, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন এ্যাপ্লায়েন্সেস। মেলায় ওয়ালটনের সেলফি কর্নার এবার ছিল সেলফি প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। সায়াম সিমেন্টের প্রধান নির্বাহী পি. এন. আই থাইল্যান্ড ভিত্তিক কোম্পানি সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে যোগদান করেছেন পি. এন. আইয়ার। সিমেন্ট বিশ্বে ৪৭ বছরের গৌরবময় অভিজ্ঞতা নিয়ে এ কোম্পানিটি বাংলাদেশে ইনসি সিমেন্ট নামে কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, এশিয়া প্যাসেফিক এবং আফ্রিকা অঞ্চলে পি. এন আইয়ারের রয়েছে অসাধারণ অভিজ্ঞতা এবং ব্যাপক ব্যবস্থাপনা দক্ষতা। সেল্স ও মার্কেটিং খাতে তার ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। -বিজ্ঞপ্তি
×