ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদক ছেড়ে সুপথে ফিরল আরও ৪৯ বিক্রেতা

প্রকাশিত: ০৫:২৫, ১ ফেব্রুয়ারি ২০১৭

মাদক ছেড়ে সুপথে ফিরল আরও ৪৯ বিক্রেতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশের আহ্বানে সাড়া দিয়ে মাদকের পথ ছেড়ে সুপথে ফিরল আরও ৪৯ জন মাদক বিক্রেতা। পুনর্বাসনের অংশ হিসেবে এসব মাদক পরিত্যাগকারীদের সংবর্ধনাও দেয়া হয় পুলিশের পক্ষ থেকে। এ সময় তাদের সেলাই মেশিন প্রদান ও নগদ অর্থ সহায়তাও করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ চর শ্যামপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মহানগর পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার শফিকুল ইসলাম। পুরস্কার বিতরণী নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৩১ জানুয়ারি ॥ মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নূর হাকিম রঞ্জু, বিলাশ বণিক প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩১ জানুয়ারি ॥ কালকিনি উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের স্থানীয় সংসদ সদস্য আফম বাহউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেছেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, তাহমিনা সিদ্দিকী, পৌর মেয়র এনায়েত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, আবুল বাশার প্রমুখ।
×