ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শুভেচ্ছা সফরে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজের ভারত যাত্রা

প্রকাশিত: ০৫:২১, ১ ফেব্রুয়ারি ২০১৭

শুভেচ্ছা সফরে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজের ভারত যাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভারতীয় কোস্টগার্ডের ৪০ বছরপূর্তি উপলক্ষে শুভেচ্ছা সফরে ভারতের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘তাজউদ্দিন।’ মঙ্গলবার বিকেলে জাহাজটি ভারতের গোয়ার উদ্দেশে যাত্রা করে। কোস্টগার্ড সূত্র জানায়, ভারতীয় কোস্টগার্ডের বর্ষপূর্তি উপলক্ষে সে দেশের পক্ষ থেকে বাংলাদেশের কোস্টগার্ড বাহিনীকে আমন্ত্রণ জানানো হয়। দিবসটি উপলক্ষে গোয়াতে অনুষ্ঠিত হবে ‘রিজিওনাল কো অপারেশন ফর সেইফ এ্যান্ড সিকিউর সীস। প্রতিবেশী দেশের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন শ্রীলঙ্কার ত্রিনকোমালে পোর্ট এবং ভারতের চেন্নাই পোর্ট এ গমন করবে। জাহাজ পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের জোনাল কমান্ডার (পূর্ব জোন) ক্যাপ্টেন এম সালেহ্্উদ্দিন এবং জাহাজে কর্মরত সকল অফিসার ও নাবিকবৃন্দের পরিবারবর্গ।
×