ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রতারকচক্রের তিন সদস্য আটক

প্রকাশিত: ০৫:১৬, ১ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালে প্রতারকচক্রের তিন সদস্য আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সরকারী কর্মকর্তাদের টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। এদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১০ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির ৪৫৯টি সিম, ১০টি মোবাইল সেট, তিনটি ল্যাপটপ, একটি করে ডেভিড ও ক্রেডিট কার্ড। সোমবার সন্ধ্যায় নগরীর পুলিশ লাইন্সের হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান। গ্রেফতারকৃতদের মধ্যে আরিফ হাওলাদার ও জাহিদুল ইসলামকে শরীয়তপুর থেকে এবং আবু হানিফকে গাজীপুর থেকে আটক করা হয়েছে। পুলিশ সুপার বলেন, অবৈধ ভিওআইপি এবং পেঙ্গুইন নামের বিশেষ সফটওয়্যার চালু করে ক্লোন করা মোবাইল সিম দিয়ে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও রাজধানীতে এই চক্রের সদস্যরা প্রতারণা করে আসছিল। গত পহেলা ও ১১ জানুয়ারি পর্যন্ত বরিশাল জেলা প্রশাসক ও পাঁচ উপজেলার নির্বাহী অফিসারদের মোবাইল নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছ থেকে কাজ পাইয়ে দেয়ার নাম করে ওই চক্রের সদস্যরা টাকা হাতিয়ে নেয়। ১০ জানুয়ারি হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলনের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার পর চেয়ারম্যান ১৪ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশের টিম বিকাশ এজেন্সির কাছ থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে প্রতারক চক্রের হোতা শহিদুল ইসলাম সাইদুলকে গত ১৪ জানুয়ারি গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে বিকাশ থেকে ৮৩ হাজার টাকা উত্তোলনের সময় হাতেনাতে গ্রেফতার করে।
×