ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জমির মালিকানা নিয়ে বিরোধ

রাজশাহীতে ফের কারা পুলিশ বিজিবি মুখোমুখি

প্রকাশিত: ০৫:১৫, ১ ফেব্রুয়ারি ২০১৭

রাজশাহীতে ফের কারা পুলিশ বিজিবি মুখোমুখি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জমির মালিকানা নিয়ে রাজশাহীতে কারা পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। আদালতের রায় পাওয়ার পর কারা পুলিশ জমি বুঝে নিতে গেলে উভয়পক্ষের মধ্যে এ উত্তেজনার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে শ্রীরামপুর এলাকায় এ ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। পরে এ নিয়ে বিজিবি ও কারা পুলিশের মধ্যে সীমান্ত অবকাশ কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সমাধান হয়নি বলে জানা গেছে। বৈঠকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, জেলার শাহাদৎ হোসেন এবং বিজিবির সেক্টর জি-২ সারোয়ার হোসেন, নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের ৭ আগস্ট একই ঘটনাকে কেন্দ্র করে কারারক্ষীদের সঙ্গে বিজিবি জওয়ানদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা নদীর পাড়ে নগরীর শ্রীরামপুর এলাকায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ও কেন্দ্রীয় কারাগারের পাশে বিজিবির উদ্যোগে ফাস্টফুডের একটি ভবন নির্মাণ কাজ চলছে। অন্যদিকে কারা কর্তৃপক্ষ তাদের জায়গা বুঝিয়ে নিতে গেলে সকালে কারা পুলিশের সঙ্গে বিজিবি সদস্যদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, তারা বিজিবিকে বারবার অনুরোধ করেছেন, তাদের জায়গা দখল করে ভবন নির্মাণ না করতে। কিন্তু বিজিবি তা শোনেনি। তারা সেখানকার গাছপালা কেটে রেস্টুরেন্ট নির্মাণ করছে। তিনি বলেন, সর্বশেষ গত ২২ জানুয়ারি উচ্চ আদালতের রায় কারাগারের পক্ষে পাওয়ার পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের জায়গা বুঝে নিতে যান। কিন্তু এ সময় বিজিবি সদস্যরা বাধা দেন। এদিকে বৈঠকে দুই পক্ষের মধ্যে আলোচনা চলাকালীন বিজিবির সেক্টর জিটু সরওয়ার হোসেন জানান, জায়গাটিতে বিজিবি একটি ভবন নির্মাণ করেছে। কাজেই এই অবস্থায় অন্য কেউ জায়গাটি বুঝি নিতে পারে না। এটি নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা শেষে বিষয়টি নিয়ে সমাধান করা যাবে।
×