ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিঠামেলা

প্রকাশিত: ০৫:১৪, ১ ফেব্রুয়ারি ২০১৭

পিঠামেলা

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩১ জানুয়ারি ॥ গ্রাম-বাংলার পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুমারখালী কলেজের উদ্যোগে কলেজ চত্বরে পিঠা মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ মো. শরীফ হোসেন। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় নানা শ্রেণী-পেশার মানুষ ব্যতিক্রমী এই মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং হরেক রকমের পিঠার স্বাদ গ্রহণ করেন। কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার বলেন, শীতের বিদায়লগ্নে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতিকে তুলে ধরার জন্য কলেজের সবুজ চত্বরে শিক্ষকদের তত্ত্বাবধানে স্টলসহ পিঠা তৈরির ব্যবস্থা করা হয়েছে। মেলার উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীর মধ্যে পড়ে যায় পিঠা তৈরির ধুম। মাদক বিরোধী সভা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মাদকবিরোধী সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী সরকারী কলেজের হলরুমে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিনিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ। মাদক বিরোধী প্রচারাভিযানের অংশ হিসেবে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
×