ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে দুর্নীতির দায়ে পিআইও গ্রেফতার

প্রকাশিত: ০৫:০৯, ১ ফেব্রুয়ারি ২০১৭

কক্সবাজারে দুর্নীতির দায়ে পিআইও গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অস্তিত্বহীন ভুয়া প্রকল্পের বিপরীতে টাকা আত্মসাত করার দায়ে কক্সবাজারের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম শাকিবকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম। মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর কার্যালয়ের বাইরে থেকে দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক শফি উল্লাহর নেতৃত্বে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা যায়, সাতকানিয়ার লোহাগাড়া চারাম্বার বাসিন্দা কক্সবাজার সদর ও মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম শাকিব উখিয়ায় দায়িত্ব পালনকালে বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে অস্তিত্বহীন ভুয়া প্রকল্পের বিপরীতে প্রায় অর্ধকোটি টাকা টাকা আত্মসাত করেন। তার বিরুদ্ধে ২০১৫ সালে ৭টি মামলা হয় উখিয়া থানায়। ২০১৪ সালে উখিয়ায় দায়িত্ব পালনকালীন পিআইও শফিউল আলম শাকিবের ওসব দুর্নীতির বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠে কর্মসৃজন প্রকল্পের নামে হরিলুট শীর্ষক সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে।
×