ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার্জ গঠনের দিনই রায় ॥ ধর্ষকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

চার্জ গঠনের দিনই রায় ॥ ধর্ষকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ আদালতে দোষ স্বীকার করায় গাজীপুরে ধর্ষণ মামলায় চার্জ গঠনের দিনই এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত আসামির নাম হুমায়ুন কবির (৩০), তিনি ময়মনসিংহের নান্দাইল থানার দাদার গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে। জানা গেছে, কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার রোহা গ্রামের ভিকটিম গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি ও বসবাস করতেন। হুমায়ুনের সঙ্গে পরিচয় সূত্র ধরে ভিকটিমকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এক পর্যায়ে ২০১১ সালের ১১ এপ্রিল রাতে ভিকটিমের ভাড়া বাসায় এসে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া থাকে। ভিকটিম বারবার তাগিদ দিলেও হুমায়ুন তাকে বিয়ে করেনি। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে যায় এবং এক কন্যা সন্তান জন্ম দেয়। তারপরও হুমায়ুন ভিকটিমকে বিয়ে না করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে তাকে। পরে ২০১৫ সালের ২৩ মে হুমায়ুনকে আসামি করে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ভিকটিম।
×