ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসার লেনদেন নিয়ে বিরোধ

চিতলমারীতে ঘরে তালা ॥ দুই বৃদ্ধ আহত

প্রকাশিত: ০৫:০৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

চিতলমারীতে ঘরে তালা ॥ দুই বৃদ্ধ আহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে ব্যবসায়ী লেনদেনকে কেন্দ্র করে একটি হিন্দু পরিবারের বসতঘর ও দোকানে তালা লাগানোর ঘটনা ঘটেছে। এ সময় পাওনাদারের লোকজনের হামলায় গৌরাঙ্গ মজুমদার ও প্রভাষ মজুমদার নামের দুই অশীতিপর বৃদ্ধ আহত হন। ঘর তালাবদ্ধ থাকায় ভীতসন্ত্রস্ত ওই পরিবারের সদস্যরা শিশুদের নিয়ে মানবেতর রাত যাপন করেছেন। এ অভিযোগে মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পরিমল মজুমদার উপজেলা সদর বাজারের চিংড়ি ব্যবসায়ী হুমায়ুন শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, চিতলমারী উপজেলা সদর বাজারের চিংড়ি ব্যবসায়ী হুমায়ুন শেখ ও সাবোখালী গ্রামের গৌরাঙ্গ মজুমদারের ছেলে রাইমোহন মজুমদার এক সঙ্গে চিংড়ি মাছের ব্যবসা করতেন। কিছুদিন আগে রাইমোহন দেনার দায়ে পালিয়ে যায়। এই ব্যবসায়ী লেনদেনের সূত্র ধরে গত রবিবার সন্ধ্যায় হুমায়ুন ৭-৮ জন লোক নিয়ে রাইমোহনের বাড়িতে যায়। এ সময় তারা রাইমোহনকে না পেয়ে তার বাবা অশীতিপর বৃদ্ধ গৌরাঙ্গ মজুমদার (৭০) ও চাচা প্রভাষ মজুমদারকে (৬৫) মারধর করে। পরে হামলাকারীরা ওই হিন্দু পরিবারের বসতঘর ও দোকান ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। ঘর তালাবদ্ধ থাকায় ভীতসন্ত্রস্ত ওই পরিবারের সদস্যরা শিশুদের নিয়ে মানবেতর রাত যাপন করেছেন। অপরদিকে গোবিন্দ বাজারের দোকান ঘরটি তারা দখল করে রেখেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে রাইমোহনের ভাই পরিমল মজুমদার বাদী হয়ে চিংড়ি ব্যবসায়ী হুমায়ুন শেখ, শাহিন শেখ, পাটরপাড়া গ্রামের সুমন শেখ, তহিদুল তালুকদার ও সুমন তালুকদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে হুমায়ুন শেখ সব অভিযোগ অস্বীকার করে জানান, রাইমোহনের কাছে তার তিন লাখ ৪৬ হাজার টাকা পাওনা রয়েছে। সেই টাকা চাইতে তার বাড়িতে যাওয়া হয়েছিল। সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
×