ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:০৫, ১ ফেব্রুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩১ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মুজিবুর রহমান খানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করায় বাদী ফাতেমাতুজ জোহরা নিলু নামে এক তরুণীকে হুমকি দিয়ে আসছে বাদীপক্ষ। তরুণী ফাতেমাতুজ জোহরা নিলু সোমবার দুপুরে চারজনকে বিবাদী করে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ইউপি চেয়ারম্যান মুজিবুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক পশ্চিম দিঘলী গ্রামের মৃত শামছুল ইসলাম খানের পুত্র শেখ মুজিবুর রহমান খানকে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন চেয়ারম্যানের তিন ভাই যথাক্রমে ফারুক খান, তৌহিদ খান ও দুলাল খান। মামলার বাদী নিলু সাংাদিকদের জানান, বিগত ২০০৩ সাল থেকে মামলার প্রধান আসামি শেখ মুজিবুরের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দু’জনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে ৭ অক্টোবর মুজিব কোরান শপথ করে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। এক পর্যায়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে ইটভাঁটির ব্যবসা করবে এবং ইউপি নিবার্চনকে কেন্দ্র করে আমার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে মুজিব ২৫ লাখ টাকা ধার নেয়। মুজিব নির্বাচনে জয় লাভ করার পর সে আমার কাছ থেকে ধীরে ধীরে সরে পড়ে। পরে আমি মুজিবকে তার প্রতিশ্রুতি মোতাবেক বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে চলতি মাসের ২৪ তারিখে লোক মারফতে তার সঙ্গে দেখা করার জন্য খবর দেয়। আমি ২৫ তারিখে তার সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে গেলে মুজিব ও তার অন্য ভাইরা আমাকে দেখা মাত্র ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা আমাকে অকথ্য ভাষা গালমন্দ করে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায় তারা আমাকে তাদের ঘরের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে আমার পরিবারের লোকজন এসে আমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে গিয়ে মুজিব ও তার সহযোগীরা আমাকে হুমকি ধামকি দিয়ে হাসপাতাল থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করে। উপায়ন্তর না দেখে পরে আমার পরিবারের লোকজন লক্ষ্মীপুর থেকে নোয়াখালীতে এনে আমার চিকিৎসা দেয়। বর্তমানে আমি ও আমার পরিবারে লোকজন সম্পূর্ণ নিরাপত্তাহীনতা ভুগছি এবং আতঙ্গে দিন কাটাচ্ছি। এদিকে ইউপি চেয়ারম্যান শেখ মুজিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে তিনি জানান। তাকে হুমকির দেয়ার ঘটনা তিনি অস্বীকার করেন।
×