ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাল্টা ব্যবস্থা নেবে ইসরাইল

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রকাশিত: ০৪:০০, ১ ফেব্রুয়ারি ২০১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইরান জাতিসংঘের এক প্রস্তাব লঙ্ঘন করে দৃশ্যত আরেকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব পালনকালে এরূপ প্রথম পরীক্ষা মার্কিন কর্মকর্তারা সোমবার ফ্যাক্সনিউজকে এ কথা জানান। সেমনান শহরের বাইরে এক সুপরিচিত পরীক্ষা কেন্দ্র থেকে সোমবার ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। শহরটি তেহরানের প্রায় ১৪০ মাইল পূর্বে অবস্থিত। কর্মকর্তারা জানান, মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররম শহর ৬০০ মাইল ওড়ার পর বিস্ফোরিত হয়। এটি এক মহাশূন্যযানের এক ব্যর্থ পরীক্ষা। ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করবে বলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান সেপ্টেম্বরে জানান। জাতিসংঘের ২২৩১ নং প্রস্তাবে এরূপ পরীক্ষা না চালাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আহ্বান জানানো হয়। প্রস্তাবটি ইরান পরমাণু চুক্তি সই হওয়ার দিন কয়েক পর কার্যকর হয়। তবে রবিবারের পরীক্ষাটি জুলাইয়ের পর ইরানের অন্তত দ্বিতীয় এরূপ পরীক্ষা। জাতিসংঘ প্রস্তাবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আট বছরের জন্য নিষিদ্ধ করা হয় এবং এটি ২০১৫ সালে ২০ জুলাই কার্যকর হয়। অবশ্য, ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তিতে ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে নিষেধ করে কোন বিধান অন্তর্ভুক্ত করা হয়নি। এসব পরীক্ষা বৈধ বলে ইরান দাবি করছে, কারণ সেগুলোতে কোন পরমাণু ওয়ারহেড বহনের পরিকল্পনা ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার সৌদি আরবের বাদশা সালমানের সঙ্গে এক আলাপকালে জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব এ্যাকশন উইথ ইরান কঠোরভাবে কার্যকর করা এবং ইরানের আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করার তৎপরতা রোধ করার প্রয়োজনীয়তা নিয়ে একমত হন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবিসির খবরে বলা হয়, ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইরানকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দেয়া হবে।
×