ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী সাঈদ পাকিস্তানে গৃহবন্দী

প্রকাশিত: ০৩:৫৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী সাঈদ পাকিস্তানে গৃহবন্দী

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদকে সোমবার রাতে পাকিস্তানের লাহোরে গৃহবন্দী করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের চাপে পাকিস্তান এই উগ্রপন্থী নেতার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, কিছু বাধ্যবাধকতা পূরণে এসব ব্যবস্থা নেয়া হচ্ছে। খবর বিবিসি, ডন ও এনডিটিভির। হাফিজ সাঈদ পাকিস্তানের উগ্রপন্থী সংগঠন জামায়াত উদ দাওয়ার (জেইউডি) প্রধান। তার সঙ্গে আরও চারজনকে বন্দী করা হয়। ২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। ওই হামলার সঙ্গে সাঈদের সম্পর্ক আছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের। সাঈদকে ধরতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে মুম্বাই হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন সাঈদ। কিন্তু দিল্লী ও ওয়াশিংটন উভয়ের বিশ্বাস, মুম্বাইয়ে বোমা হামলা ও গুলিবর্ষণ করে চালানো তা-বের প্রধান পরিকল্পনাকারী সাঈদ। জেইউডির তথ্য-বিষয়ক সদস্য নাদিম আওয়ান বলেন, লাহোরের জেইউডির সদর দফতর মসজিদ ই কুদসিয়া চৌবুরজিতে সাঈদ ছিলেন। এ সময় পুলিশ তাকে গৃহবন্দী করে। পুলিশ ওই সদর দফতর ঘিরে রেখেছে। পুলিশের উর্ধতন এক কর্মকর্তা জানান, হাফিজ সাঈদকে চৌবুরজি থেকে জওহর টাউনে তার বাসভবনে নিয়ে গৃহবন্দী করা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইসলামাবাদ ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কোন নির্দেশনা পায়নি। তবে ট্রাম্প সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে পাকিস্তান এক ধরনের চাপ বোধ করেছে। সেখান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে। জেইউডিকে লস্করের প্রকাশ্য অংশ বলে মনে করে ভারত ও যুক্তরাষ্ট্র। জেইউডিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘ এবং পাকিস্তান। পাকিস্তানে সাঈদের অবাধ চলাফেরা নিয়ে গত কয়েক বছর ধরে ইসলামাবাদের সঙ্গে দিল্লীর উত্তেজনা চলছে। মার্কিন নাগরিকদের ক্ষেত্রে একই ব্যবস্থা নেবে ইরান ইরানসহ সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপকে ‘অবৈধ, অমানবিক ও মানবাধিকারের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। খবর ইরনার। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, ইরান ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের জন্য ভিসা ইস্যুর ক্ষেত্রে আমরা একই ধরনের ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিশ্বব্যাপী আমাদের নাগরিকদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাব। ইরানসহ সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নির্বাহী আদেশে সই করেন। এতে ৯০ দিনের জন্য ইরান, ইরাক, সিরিয়া, সুদান, লিবিয়া, ইয়েমেন ও সোমালিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেইসঙ্গে ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে সব ধরনের শরণার্থীর প্রবেশাধিকারও স্থগিত করা হয়। এই প্রতিক্রিয়ায় সোমবার জাহাঙ্গিরি আরও বলেছেন, ইরান এ বিষয়টিকে আন্তর্জাতিক সংস্থাগুলোতে উত্থাপন করবে এবং মানবাধিকার রক্ষার যে বুলি ওয়াশিংটন আওড়ায় তার মুখোশ উন্মোচন করে দেবে।
×