ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজেট অধিবেশনে প্রণব মুখার্জি

সীমান্ত সন্ত্রাসের সমুচিত জবাব দিয়েছে ভারত

প্রকাশিত: ০৩:৫৬, ১ ফেব্রুয়ারি ২০১৭

সীমান্ত সন্ত্রাসের সমুচিত জবাব দিয়েছে ভারত

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, গত বছর সেপ্টেম্বরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) সফল সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনার মাধ্যমে (সীমান্ত থেকে) বারবার হামলা চালানোর সমুচিত দিয়েছে ভারত। মঙ্গলবার বাজেট অধিবেশনের শুরুতে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। কেন্দ্রীয় সরকার বাজেট এপ্রিল থেকে এগিয়ে এনে ফেব্রুয়ারিতে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি একটি ঐতিহাসিক (বাজেট) অধিবেশন, যা বাজেট চক্রের অগ্রগতি সাধন করেছে এবং প্রথমবারের মতো রেল বাজেটের সঙ্গে সাধারণ বাজেটের সংযোজন ঘটিয়েছে। প্রণব মুখার্জি ভাষণে গত অর্থবছরে সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। এসব সাফল্যের একটি হলো- উরি, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাবে পিওকেতে চালানো ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। রাষ্ট্রপতি বলেন, সীমান্ত থেকে দেয়া মদদের সন্ত্রাসে আক্রান্ত জম্মু ও কাশ্মীর। ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সন্ত্রাসী হামলার ঘটনা, প্রাণহানি এসব কিছু আজ গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সরকার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে অঙ্গীকারাবদ্ধ। প্রণব মুখার্জি বলেন, ভারত গত চার দশক ধরে সন্ত্রাসের চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং একে চূড়ান্তভাবে পরাজিত করতে অন্যান্য দেশের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করবে। রাষ্ট্রপতি দেশের নাগরিকদেরও প্রশংসা করেন। কেন্দ্রীয় সরকার গত ৮ নবেম্বর এক হাজার ও পাঁচশ রুপীর নোট বাতিল করায় কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার কথা উল্লেখ করে প্রণব মুখার্জি বলেন, কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সম্প্রতি আমার দেশবাসী যে ধৈর্য ও সহনশীলতা দেখিয়েছে, তা অসাধারণ। কেন্দ্র জানিয়েছে, কালো টাকা ও দুর্নীতি নির্মূল করা তাদের লক্ষ্য। কেন্দ্র মনে করে, দুর্নীতিমুক্ত রাজনীতি নিশ্চিতের একটি পন্থ হলো- লোকসভা ও সকল বিধানসভার নির্বাচন যুগপৎ করা। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, আমার সরকার লোকসভা ও বিধানসভা নির্বাচন যুগপৎ আয়োজনের বিষয়ে গঠনমূলক বিতর্ককে স্বাগত জানায়। অর্থের ক্ষমতার অপব্যবহার রোধ করতে নির্বাচনের অর্থায়ন নিয়েও বিতর্ক বা আলোচনা হওয়া দরকার। রাষ্ট্রপতি আরও বলেন, দরিদ্রদের স্বার্থে সঠিক পদক্ষেপ নিয়েছে সরকার। আমাদের গণতন্ত্রের প্রথম উদ্দেশ্য হলো- দরিদ্রদের অভাব দূর করা। আমাদের সরকার অভাব ও দারিদ্র্য দূর করতে ও তাদের আশ্রয় দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে। আমাদের সরকারের সব নীতির মূল উদ্দেশ্যই হলো- গরিব, পীড়িত, দলিত ও বঞ্চিতদের সাহায্য করা। তবে সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসা করায় করতালির ঝড় ওঠে লোকসভা কক্ষে। জাতীয় স্বার্থের কথা উঠে আসায় খুশি হন সরকারবিরোধী দু’পক্ষই। সেনাবাহিনীর কথা ভেবে সরকারের ‘ওয়ান র‌্যাংক-ওয়ান পেনশন’ পলিসির প্রশংসাও করেন রাষ্ট্রপতি।
×