ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৩:০৯, ৩১ জানুয়ারি ২০১৭

রাজশাহীতে উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রতিবন্ধী যুবককে নির্যাতনের অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে মামলাটি দায়ের করেন চারঘাটের মাড়িয়া গ্রামের জোয়ার্দ্দারপাড়ার মৃত ইমান আলীর প্রতিবন্ধী ছেলে শাখাওয়াত হোসেন সিনা। আদালতের বিচারক মেহেদী হাসান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য চারঘাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারঘাট উপজেলার সভাপতি। মামলার অপর আসামীরা হলেন, চারঘাটের শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউল হক মাসুম, ইউপি সদস্য জাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের ব্যক্তিগত সহকারি জালাল উদ্দিন, মাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম, শাবু শাহ, দুলাল আলী, চঞ্চল আলী, ইমরান আলী ও জাহাঙ্গীর আলী। মামলার বাদি পক্ষের আইনজীবী নবাব আলী আলী বলেন, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউপি সদস্য জাইদুর রহমান ফোন করে প্রতিবন্ধী সিনাকে শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ ও ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুমসহ আসামীরা। সেখানে পৌঁছার পর চেয়ারম্যান আবু সাঈদের চাঁদের নির্দেশে প্রতিবন্ধী সিনাকে নির্যাতন করা হয় বলে জানান আইনজীবী নবাব আলী। তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাশকতাসহ মোট ২৩টি মামলা রয়েছে। বেশ কিছুদিন তিনি কারাগারেও ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি এলাকায় রয়েছেন বলে জানান ওসি নিবারন চন্দ্র বর্মন।
×