ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভূয়া ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা চালাচ্ছেন রাজিয়া সুলতানা

প্রকাশিত: ২২:২২, ৩১ জানুয়ারি ২০১৭

ভূয়া ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা চালাচ্ছেন রাজিয়া সুলতানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রায় একডজন ভূয়া ডিগ্রী ব্যবহার করে অপ-চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ডাক্তার রাজিয়া সুলতানা। তার অপচিকিৎসায় ইতোমধ্যে একাধিক নবজাতকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় জেলা সিভিল সার্জন একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন। অপর এক নবজাতকের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিদের্শ অমান্য করে বিভিন্নস্থানে সির্জারসহ রোগীদের ব্যবস্থাপত্র অব্যাহত রেখেছেন নবজাতক হত্যাকারী ভূয়া চিকিৎসক রাজিয়া সুলতানা। খোঁজনিয়ে জানা গেছে, একাধিক ডিগ্রীর কথা উল্লেখ করলেও ডাক্তার রাজিয়া সুলতানার কোন ডিগ্রীই নেই । গত ২৮ নবেম্বর বাটাজোর বন্দরের এ্যাপোলো হাসপাতালে রাজিয়া সুলতানার ভুল সিজার অপারেশনে এক নবজাতকের শরীর ক্ষত বিক্ষত হয়ে মৃত্যুবরন করে। এ ঘটনায় নবজাতকের স্বজনরা হাসপাতাল ভাংচুর করে। পরবর্তীতে জেলা সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করে ওই হাসপাতালটি সিলগালা করে দেয়। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশুতোষ গৌতম বলেন, রাজিয়া সুলতানার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পর তাকে সিজার ও বিভিন্ন হাসপাতালে রোগী দেখা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে ডাঃ রাজিয়া সুলতানা বলেন, আমার ডিগ্রীর কাগজপত্র আছে।
×