ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি ও শরিকরা সার্চ কমিটির কাছে পৃথকভাবে নাম প্রস্তাব করবে

প্রকাশিত: ০৮:৫০, ৩১ জানুয়ারি ২০১৭

বিএনপি ও শরিকরা সার্চ কমিটির কাছে পৃথকভাবে নাম প্রস্তাব করবে

স্টাফ রিপোর্টার ॥ সার্চ কমিটির কাছে বিএনপি এবং শরিকরা পৃথকভাবে নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে বিশ দলীয় জোট। তবে এই নামগুলোর মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলকে কিছু অভিন্ন নাম রাখার পরামর্শ দিয়েছে জোটের প্রধান শরিক বিএনপি। সোমবার রাতে বিএনপি এবং জোট শরিক দলগুলো ছাড়াও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সূত্র জানায়, রাতে বিএনপি চেয়ার পার্সনের গুলশানের অফিসে প্রথমে দলের মহাসচিব জোটের শরিক নেতাদের সঙ্গে রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত বৈঠক করেন। ওই বৈঠকে জোটের প্রত্যেক দল পৃথকভাবে নাম দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে সব তালিকাতেই কয়েকজন অভিন্ন ব্যক্তির নাম রাখার পরামর্শ দেয় বিএনপি। জোট শরিকরা এই সিদ্ধান্ত মেনে নেয়। পরে রাত সাড়ে দশটা থেকে রাত ১২টা পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে বিএনপি কাদের নাম দেবে তা চূড়ান্ত হয়। তবে দলের অন্য নেতারা এই নামের বিষয়ে কিছু জানে না বলে জানা গেছে। কেবলমাত্র বিএনপি চেয়ারপার্সন নামগুলো নির্ধারণ করে দিয়েছেন বলে জানা গেছে। এদিকে সোমবার বিকেলে ২০ দলীয় জোটের সঙ্গে আরও একটি বৈঠকে করে বিএনপি। বৈঠকের পর এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ সাংবাদিকদের বলেন, সার্চ কমিটির কাছে নাম পাঠানোর বিষয়ে ২০ দল ঐকমত্যে পৌঁছেছে। গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি ইসি নিয়োগে সার্চ কমিটি গঠনের পর এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সার্চ কমিটি গঠনের পর তিনি বলেন, রাষ্ট্রপতি যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছে তারা সবাই এ সরকারের নিয়োগকৃত। আওয়ামী লীগের রজনীতির সঙ্গে জড়িত। ফলে তাদের প্রস্তাবিত লোক নিয়ে ইসি গঠন করা হলে তা নিরপেক্ষ হবে না। গত শনিবার সার্চ কমিটি প্রথম বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোকে ৫ জন করে নামের তালিকা জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার মধ্যে নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব (প্রশাসন ও বিধি) বরাবর জমা দিতে হবে। রাজনৈতিক দলের নামের তালিকা নিয়ে পর্যালোচনা করতে আজ মঙ্গলবার বেলা ৪টায় সুপ্রীমকোর্ট জাজেজ লাউঞ্জে আবার বৈঠক করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে অংশ নেন এলডিপির রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, বিজেপির সালাহউদ্দিন মতিন, ইসলামী ঐক্যজোটের আবদুল করীম খান, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তাফা, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামা-ই ইসলামের মাওলানা মহিউদ্দিন একরাম, জাগপার খন্দকার আসাদুর রহমান খান, ইসলামিক পার্টির আবুল কাশেম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, এনিডিপির মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও বৈঠকে ছিলেন। বৈঠকের পর ফখরুল সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। সার্চ কমিটি নাম চাওয়ার পর গত রোববার রাতে গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছিলেন খালেদা জিয়া। ওই বৈঠক গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মুলতবি হয়েছে।
×