ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে প্রগতিশীল ছাত্রজোটের আধাবেলা ধর্মঘট পালন

প্রকাশিত: ০৮:২২, ৩১ জানুয়ারি ২০১৭

 ঢাবিতে প্রগতিশীল ছাত্রজোটের আধাবেলা ধর্মঘট পালন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রামপাল বিদ্যুত প্রকল্প বাতিল ও হরতালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে আধাবেলা ছাত্র ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। সোমবার সকালে ঢাবির কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় অনুষদসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ধর্মঘট পালন করেন ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীর সমন্বয়ে গঠিত ছাত্র জোটের নেতাকর্মীরা। সকাল ৬টায় ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবন গেটে তালা লাগিয়ে দেয় প্রগতিশীল ছাত্রজোট। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের ক্লাস বন্ধ হয়ে যায়। তবে কিছু কিছু বিভাগে চলে পূর্বনির্ধারিত পরীক্ষা। সকাল সাড়ে সাতটার দিকে ছাত্রজোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাবির কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় তারা রামপাল বিদ্যুত প্রকল্প বাতিল ও হরতালে পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নানা ধরনের সেøাগান দেয়।
×