ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাঁওতাল পল্লীতে আগ্নিসংযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য জড়িত

প্রকাশিত: ০৭:৫৬, ৩১ জানুয়ারি ২০১৭

সাঁওতাল পল্লীতে আগ্নিসংযোগে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য জড়িত

স্টাফ রিপোর্টার ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য জড়িত মর্মে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সোমবার। আদালত সূত্রে জানা গেছে, মূল প্রতিবেদন ৬৫ পৃষ্ঠার। এছাড়া সাক্ষীদের জবানব›ীদ ও অনুসন্ধান প্রতিবেদন এক হাজার পৃষ্ঠার। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেছেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সুপ্রীমকোর্টে দাখিল করা এ প্রতিবেদনের প্রাপ্তি স্বীকারের এক পৃষ্ঠার একটি অনুলিপি পেয়েছি। আদালত সূত্র জানায় সন্ধ্যায় সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের কাছে এ রিপোর্ট দাখিল করা হয়। এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
×